সম্প্রীতির বন্ধন আর ধর্মীয় ঐতিহ্যে প্রজন্মকে জড়িয়ে রাখার সংকল্পে যুক্তরাষ্ট্রে সরস্বতী পূজা উদযাপিত

অজিত ভৌমিক/সুব্রত চৌধুরী   প্রিন্ট
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৪২ পূর্বাহ্ণ

সম্প্রীতির বন্ধন আর ধর্মীয় ঐতিহ্যে প্রজন্মকে জড়িয়ে রাখার সংকল্পে যুক্তরাষ্ট্রে সরস্বতী পূজা উদযাপিত

সরস্বতী পূজায় তরুণীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

পূজার্চনা, অঞ্জলি, হাতেখড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্যদিয়ে বিপুল উৎসাহে ২ ফেব্রুয়ারি রোববার নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায় সরস্বতী পূজা উদযাপিত হলো। নিউইয়র্ক এবং নিউজার্সির বিভিন্ন স্থানে ২৬টিরও অধিক পূজামন্ডপে এ উপলক্ষে শিশু-কিশোর-তরুণ-তরুণীর বিপুল সমাগম ঘটেছিল। উল্লেখ্য, সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী সরস্বতী হলেন জ্ঞান-বিদ্যা-সংস্কৃতি ও শুভ্রতার দেবী। তাঁর সৌম্য অবয়ব, শুভ্র বসন, হংস সম্বলিত পুস্তক ও বীণাধারিনী দেবী সনাতনী হিন্দুদের হৃদয়ে এমনভাবেই বিরাজিত। অনন্তকাল ধরে শিক্ষাকে উঁচুস্তরে আসীন করা হয়েছে সনাতন ধর্মে। ঋষিরা ব্রহ্মের অনন্তশক্তির অংশকে একেকজন দেব-দেবীরূপে কল্পনা করেছেন। ব্রহ্মের যে শক্তি বিদ্যা শিক্ষা দান করেন তাঁকে সরস্বতী দেবী জ্ঞানে পূজার্চনা করা হয়। ছাত্র ছাত্রীরা নিজ গৃহে দেবী বীনাপানির আরাধনা করেন। সেই সাথে ধর্মপ্রাণ হিন্দু পরিবারের ছেলে মেয়েদের হাতেখড়ি সহসংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

সরস্বতী পূজার আলোকে আবৃত্তি করছেন সুমিত্রা সেন। ছবি-এনওয়াইভয়েস২৪।

আবহাওয়া দুর্যোগপূর্ণ হলেও নিউইয়র্কে বাংলাদেশ পূজা সমিতি, নিউইয়র্ক বাংলাদেশ বেদান্ত সোসাইটি, বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ, ওঁমশক্তি মন্দির, বাংলাদেশ হিন্দু মন্দির, শ্রীকৃষ্ণ ভক্তসংঘ, সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন ইন্্ক, বীনাপানি সংঘ, আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন, দেবালয় মন্দির, সনাতনী গীতা সোসাইটি, রাধামাধব মন্দির, গৌরনিতাই মন্দির, মতুয়া মিশন মন্দির ও উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সমিতি এবং ব্রঙ্কস পূজা কমিটি এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছিল। অনেক উপাসনালয়ে শিশু-কিশোরদের আয়োজিত ভক্তিমূলক গান, শ্লোক, কবিতা আবৃত্তি, নৃত্য মহাসমারোহে অনুষ্ঠিত হয়।

ধর্মীয় সম্প্রীতি জাগ্রত রাখতে নিরন্তরভাবে কাজের স্বীকৃতি হিসেবে নিউইয়র্ক সিটি মেয়রের বিশেষ সম্মাননা স্মারক বীণাপানি সংগঠনকে প্রদান করেন দিলীপ চৌহান। ছবি-এনওয়াইভয়েস২৪।

কুইন্স প্যালেসে বীণাপানি সংগঠনের সরস্বতী পূজা উদযাপনে নিউইয়র্ক সিটি মেয়রের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ডেপুটি কমিশনার দিলীপ চৌহান বক্তব্যকালে বহুজাতিক এই সিটিকে আরো বর্ণময় করতে বাঙালি হিন্দু সম্প্রদায় অসাধারণ অবদান রেখে চলেছেন। তুষারপাতের মধ্যেও এ অনুষ্ঠানে ধর্মপ্রাণ মানুষের সাথে সন্তানেরাও সরব রয়েছেন-এটাই বড় গৌরব আর অহংকারের। পিতা-মাতার নিজস্ব সংস্কৃতির ফল্গুধারায় প্রজন্ম একাকার হয়ে উঠবে-এটাই সকলের প্রত্যাশা। দিলীপ চৌহান এ সময় সিটি মেয়রের ইস্যুকৃত ‘বিশেষ সম্মাননা স্মারক’ হস্তান্তর করেন বীণাপানির কর্মকর্তাগণের কাছে। এ সময় সেখানে ছিলেন নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের ডেপুটি চীফ অব স্টাফ নীল ত্রিভেদি এবং মেয়রের এশিয়া বিষয়ক বিষয়ক কর্মকর্তা মিসেস শোকরান।

আড্ডার শিক্ষার্থীরা সরস্বতী পূজামঞ্চে ‘আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়’ নৃত্য পরিবেশন করে । ছবি-এনওয়াইভয়েস২৪।

এরপর দিবসের আলোকে চমৎকার একটি গীতি-নৃত্যাল্লেখ্য পরিবেশন করেন ‘অনুপ দাশ ড্যান্স একাডেমি(আড্ডা)’র শিল্পীরা। আড্ডার প্রেসিডেন্ট আল্পনা গুহের সমন্বয়ে নৃত্য-গানের প্রাক্কালে আবৃত্তিতে অংশ নেন আড্ডার শিক্ষিকা সুমিত্রা সেন। নৃত্য পরিবেশন করে ছোট্টমনি আদ্রিকা সেন ভৌমিক, আরায়া চৌধুরী, অদ্রিশা কুন্ডু, সাবর্ণী দেবনাথ, সংযুক্তা দেবনাথ, আস্মতা দাশ, অদ্রিত্রি প্রমুখ। সঙ্গিতে আরো ছিলেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণাতিথি। সামিয়া সুলতানার নির্দেশনায় এ পর্ব সকলের প্রশংসা কুড়িয়েছে। পূজা-অর্চনা চলাকালে আগত শতশত ভক্ত-অনুরক্তগণের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ পর্বে হিন্দ্র-মুসলমান একাকার ছিলেন।

নাচ-গান আর আবৃত্তিতে সকলকে মুগ্ধ করতে অনন্য ভ’মিকাপালনকারি আড্ডার শিক্ষার্থী-শিল্পীদেরকে পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রেসিডেন্ট আল্পনা গুহ। ছবি-এনওয়াইভয়েস২৪।

এদিকে, আটলান্টিক সিটিতেও প্রাণের আমেজে সরস্বতী পূজা উদযাপিত হয় বলে জানা গেছে। শ্রী শ্রী গীতা সংঘের মন্দিরে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদযাপনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, অঞ্জলি,হাতেখড়ি,সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। সকাল থেকেই মঙ্গলালোকে উদ্ভাসিত ধূপ-ধুনোর গন্ধে মাতোয়ারা ধরণীতে বেজে ওঠে শান্তির মোহনীয় সুর। আটলান্টিক কাউন্টিতে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন ওইদিন পুরোহিতের পূজার্চনা শেষে দেবী সরস্বতীর পদচরণে অঞ্জলি ও পুস্পার্ঘ অর্পণ করেন। অঞ্জলি প্রদান শেষে সমবেত ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় সরস্বতী দেবীর পূজা উপলক্ষে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সান্তনা রায় চৌধুরী ও নিবেদিতা ভট্টাচার্যের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম সমবেত সংগীত, একক সংগীত, একক, দ্বৈত ও দলীয় নৃত্য পরিবেশন করে। তাদের মনোজ্ঞ পরিবেশনা সবাই প্রাণভরে উপভোগ করে।

শ্রী শ্রী গীতাসঙ্ঘের সভাপতি প্রসেনজিৎ দত্ত ও সাধারণ সম্পাদক স্বরূপ দাশ সরস্বতী পূজার দিনব্যাপী কর্মসূচি সফল করায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

Facebook Comments Box

Posted ৭:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us