নিউইয়র্কে নড়াইলবাসীর পিঠা-পুলি উৎসব

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৪৩ পূর্বাহ্ণ

নিউইয়র্কে নড়াইলবাসীর পিঠা-পুলি উৎসব

‘খেজুর গুড়ের পাটিসাপটা নারিকেলের পুলি/পিঠা খেয়ে জমে উঠে আনন্দের দুলি’ স্লোগানে ২ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় নিউইয়র্কে নড়াইল জেলাবাসী’র পিঠা উৎসব হলো। এলাকার সর্বস্তরের প্রবাসীর সমন্বয়ে গঠিত ‘নড়াইল জেলা প্রবাসী ইউএসএ’র বর্ণাঢ্য এ উৎসবে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নড়াইল থেকে সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট। কনকণে শীত সত্বেও বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এ পিঠা উৎসবের আমেজে প্রধান অতিথি তার বক্তব্যে পরিবর্তিত বাংলাদেশের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এবং দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে শীঘ্রই বহুল প্রত্যাশিত পার্লামেন্ট নির্বাচনের প্রত্যাশা পূরণ হবে বলে উল্লেখ করেন আব্দুল লতিফ সম্রাট। তিনি বলেন, সকলের আন্তরিক সহায়তায় বিএনপির মনোনয়ন পেলে নড়াইলের বঞ্চনার সকল কাহিনী দূর করতে দ্বিধা করবো না।

জ্যামাইকায় ইকরা কম্যুনিটি সেন্টারে অনুষ্ঠিত এ ‘পিঠা-পুলি উৎসব’র জন্যে গঠিত কমিটির আহবায়ক এ কে এম আজম মামুন সভাপতিত্ব করেন । কর্মকর্তাগণের মধ্যে আরো ছিলেন যুগ্ম আহবায়ক রফিকুল আলম, সদস্য-সচিব নূর ইসলাম এবং প্রধান সমন্বয়কারি সৈয়দ হাসমত আলী। এ উৎসবের চেতনায় সামনের দিনগুলোতেও পরস্পরের সহযোগী হয়ে দেশ ও প্রবাসের সকলের কল্যাণে কাজের অঙ্গিকার ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

Posted ৮:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us