রূপা হকের পদত্যাগ দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ

লন্ডন সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৪৭ পূর্বাহ্ণ

রূপা হকের পদত্যাগ দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন বিষয়ে মিথ্যা তথ্য দেয়ার প্রতিবাদে ইলিং সেন্ট্রেল এন্ড এ্যাকটন আসনের বাংলাদেশী- ব্রিটিশ এমপি রূপা হকের পদত্যাগ দাবিতে মানবাধিকার সংগঠন ‘‘আমরা বাংলাদেশী ‘‘লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গত ২৯ জানুয়ারী। প্রতিবাদ সমাবেশে ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেনীপেশার শতাধিক প্রতিবাদকারী অংশ নেন। প্রতিবাদকারীদের সাথে সাদা ইংরেজরাও ছিলেন।

রূপা হক এমপির ব্রিটিশ পার্লামেন্ট থেকে অবিলম্বে পদত্যাগের দাবী জানিয়ে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট বাংলাদেশে পট পরিবর্তনের ফলে ক্ষমতায় আসে ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তিকালীন সরকার।তারা ক্ষমতা গ্রহনের পর থেকে বাংলাদেশের মানুষের উপর নেমে এসেছে অন্ধকার। সমগ্র দেশব্যাপী এই সরকারের পৃষ্টপোষকতায় নির্বিচারে মৌলবাদি গোষ্ঠি ও জঙ্গিরা চালাচ্ছে তান্ডব। এযাবত মৌলবাদী গোষ্ঠির আক্রমনের শিকার হয়েছে হিন্দু, বৌদ্ধ , খৃষ্টান, আহমদিয়া মুসলিম, সুফী দরবেশ সহ দেশের হাজার হাজার নীরিহ মানুষ। সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছে উগ্রপন্থি হেফাজতে ইসলাম ও স্বাধীনতা বিরোধী জামাতে ইসলাম এবং হিযবুত তাহরির নিয়ন্ত্রিত কয়েকজন । বাংলাদেশের সাংবাদিকরা বলছেন তারা সত্যকথা লিখতে পারেন না, স্বাধীন ভাবে কথা বলতে পারেননা। এই সরকার সংস্কারের নামে বাংলাদেশের সংবিধান মুছে ফেলতে চাইছে, চাইছে মুক্তিযুদ্ধের চিহ্নকে মুছে ফেলতে।

রুপা হকের পদত্যাগ দাবিতে বৃটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ। ছবি-এনওয়াইভয়েস২৪।

বক্তারা ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে বলেন, একজন ব্রিটিশ এমপির বাংলদেশ নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার মেনে নেয়া যায়না। আমরা ব্রিটিশ এমপি রূপা হকের ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগের দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, আমরা দীর্ঘদিন যাবত গভীর উদ্বগের সাথে লক্ষ করছি রূপা হক বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবিরের সাথে তার সম্পর্ক বজায় রাখছেন, যার সর্বশেষ উদাহরণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যুদ্ধাপরাধী দলের নেতা ডা: শফিকুর রহমানের সাথে ব্রিটিশ পার্লামেন্টে একটি সভায় মিলিত হয়েছেন। রূপা হক মানবতা বিরোধী ইসলামী সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়ে বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘুদের প্রতি অমানবিক আচরণ করেছেন।

রুপা হকের পদত্যাগ দাবিতে বৃটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ। ছবি-এনওয়াইভয়েস২৪।

রূপা হকের পদত্যাগ দাবিতে এ সভার আয়োজক কমিটির পক্ষে বক্তব্য রাখেন অমৃত দাশ, অভিষেক শেখর জিকু , রবিন দাশ, অসীমা দে, সুজয় স্বরুপ শ্যাম, সুজিত দাশ, সাংবাদিক নজরুল ইসলাম, নিশিত, নীলকান্ত প্রমুখ ।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us