
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৩১ পূর্বাহ্ণ
ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট প্রেয়ারের আগেরদিন ব্রেকফাস্ট প্রেয়ার ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ডেভিড বিসলির সাথে ব্যারিস্টার জাইমা রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খশরু মাহমুদ চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪।
ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন’র অন্যতম কর্মকর্তা এবং সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ডেভিড বিসলির সাথে ৫ ফেব্রয়ারি বুধবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন বিএনপির প্রতিনিধি দলের নেতা ব্যারিস্টার জাইমা রহমান এবং সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খশরু মাহমুদ চৌধুরী । উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি এই প্রেয়ার ব্রেকফাস্টে যোগদানের জন্যে বিএনপি নেতৃবৃন্দ ওয়াশিংটনে অবস্থান করছেন। আরো উল্লেখ্য, ডেভিড বিসলি ছিলেন রিপাবলিকান স্টেট গভর্নরস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট হিসবে বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থীদের জন্যেও মানবিকতার অসামান্য অবদান রেখেছেন। ২০২০ সালে শান্তিতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডেভিড বিসলি বাংলাদেশও সফর করেছেন। বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে রিপাবলিকান পার্টির এই নেতা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে ভবিষ্যতেও বিএনপির সাথে কাজের অঙ্গিকার করেছেন বলে এ সংবাদদাতাকে জানান ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল। তিনি আরো জানান, বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাতেও তার নাম রয়েছে।
একইদিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট রবার্ট এ ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির প্রতিনিধি দলটি। রবার্ট এ ডেস্ট্রো ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করেছেন। তিনি একজন আইনজীবী; মানবাধিকার ও নাগরিক অধিকার আইন নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের একজন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন রবার্ট এ ডেস্ট্রো। নির্বাচন, কর্মসংস্থান এবং সংবিধান আইন বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত। এ সাক্ষাতের সময় বাংলাদেশের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক আরো দৃঢ়তর করা নিয়ে কথা বলেছেন বিএনপির শীর্ষ কর্মকর্তারা।
ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ারে হোয়াইট হাউজ, কংগ্রেসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছাড়াও শতাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ ৩ হাজার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। এতে বিভিন্ন ধর্মের স্কলার, মানবাধিকার সংগঠনের শীর্ষ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক-শিক্ষক-শিল্পী-সাহিত্যিকরাও রয়েছেন এ তালিকায়। অর্থাৎ ধর্মীয় সম্প্রীতির আবহে বিশ্বশান্তির ফল্গুধারায় উন্নয়ন অভিযাত্রাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে এই আয়োজনের গুরুত্ব অপরিসীম বলে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকেরা মন্তব্য করেছেন। বাংলাদেশের খ্যাতিমান একটি রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে ব্যারিস্টার জাইমা এই প্রথম বিএনপির প্রতিনিধি দলের নেতা হয়ে আন্তর্জাতিক সমাবেশে অংশ নিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন ব্যারিস্টার জাইমা।
Posted ৯:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24