নিউইয়র্কে খলিল গ্রুপের সঙ্গে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস ২০২৫’ আয়োজন করছে আশা মাল্টিমিডিয়া

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৫ পূর্বাহ্ণ

নিউইয়র্কে খলিল গ্রুপের সঙ্গে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস ২০২৫’ আয়োজন করছে আশা মাল্টিমিডিয়া

আমেরিকান ক্বারি এওয়ার্ড।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “আমেরিকান কারি অ্যাওয়ার্ড-২০২৫”। আগামী ২৪ মে, শনিবার নিউইয়র্ক সিটির কুইন্সে অভিজাত ভ্যেনু ‘ট্যারেস অন দ্য পার্ক’এ এর মূল পর্ব অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কারি রন্ধনশিল্পের সঙ্গে যুক্ত শেফ এবং অন্য প্রফেশনালরা এই অ্যাওয়ার্ড আয়োজনের বিভিন্ন পর্বে অংশ নেবেন। একই সঙ্গে হোম শেফদেরও এতে অংশগ্রহণের সুযোগ থাকবে। ফলে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের মতো ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ও ইতিমধ্যেই বিশ্বব্যাপী সাড়া ফেলেছে। উল্লেখ্য, এই আয়োজনের মূল উদ্যোক্তা ‘খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’র সহ প্রতিষ্ঠান খলিল ফুড ও খলিল ফুড ফাউন্ডেশন। এর সাথে যুক্ত হয়েছে নিউইয়র্কের আরেক উদিয়মান ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আশা গ্রুপ অব কোম্পানিজ’। বিশেষ করে, আশা গ্রুপের সহ-প্রতিষ্ঠান আশা মাল্টিমিডিয়া এলএলসি (সাপ্তাহিক সাদাকালো এবং এটিভি ইউএসএ) এই আয়োজনের অংশীদার হিসেবে যুক্ত হয়েছে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে। সমঝোতা স্মারক সই উপলক্ষে ৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় জ্যামাইকার আশা পার্টি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন খলিল গ্রুপ অব ইন্ড্রাস্টিজ’র প্রেসিডেন্ট ও সিইও মো. খলিলুর রহমান ও আশা গ্রুপ অব কোম্পানীজ’র প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান। এসময় তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কিং শেফ মো. খলিলুর রহমান বলেন, “একটি বিশ্বমানের ইভেন্ট আয়োজনে আমরা কাজ করে যাচ্ছি। এই আয়োজনের মধ্য দিয়ে কারি রন্ধন শিল্প যেমন অন্য একটি উচ্চতায় যাবে, তেমনি বাংলাদেশের নামও হবে উজ্জ্বল। অত্যন্ত জমকালো এবং স্বচ্ছ প্রক্রিয়ায় এই আয়োজন হবে। এতে অংশ নেবে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শেষ ও প্রতিযোগীরা”। আশা গ্রুপ এই উদ্যোগে যুক্ত হওয়ায় তিনি তাদেরকে সাধুবাদ জানিয়েছেন।

অন্যদিকে আকাশ রহমান বলেছেন, “যেখানেই ভালো উদ্যোগ থাকবে, সেখানেই যুক্ত হবে আশা গ্রুপ।’’ তিনি বলেন, তার উদ্দেশ্য ব্যবসার পাশাপাশি সামাজিক নানা দায়িত্ব পালন করা। আকাশ রহমান আরও বলেছেন, অসাধারণ একটি ইভেন্ট আয়োজনের জন্যে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হচ্ছে।

এটিভি ইউএসএ’র স্টেশন চীফ শামীম আল আমিন ও সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক কাশেম মোহাম্মদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন এটর্নি রাজু মহাজন, কী/ম্যাক্স রিয়েল্টির ফাউন্ডার মোহাম্মদ কবীর, জাতীয় পুরস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক ও শিল্পী তানভীর তারেক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এজাজ খান স্বপন, অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, কমিউনিটি অ্যাকটিভিস্ট আহসান হাবীব, আশা গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুস সুলতান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us