শ্রীকৃষ্ণ ভক্তসংঘের সরস্বতী পূজা উদযাপন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৪ পূর্বাহ্ণ

শ্রীকৃষ্ণ ভক্তসংঘের সরস্বতী পূজা উদযাপন

সরস্বতী পূজায় নৃত্য-সঙ্গীতে বিশেষ পারদর্শিতা প্রদর্শনকারি দলের নেতা ড. সবিতা দাসের সাথে কয়েকজন শিল্পী। ছবি-এনওয়াইভয়েস২৪।

নিউইয়র্কস্থ শ্রীকৃষ্ণ ভক্তসংঘের উদ্যোগে নতুন প্রজন্মের সরব উপস্থিতিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হলো ২ ফেব্রুয়ারি জ্যামাইকাস্থ শ্রীকৃষ্ণ মন্দিরে। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১২ ঘন্টা পর্যন্ত পূজা-অর্চনা, নৃত্য-সঙ্গীত, অঙ্কন প্রতিযোগিতা আর গীতা পাঠসহ ধর্মীয় আলোচনায় দিবসের কর্মসূচি সকলের প্রশংসা কুড়িয়েছে। বিদ্যাদেবির উদ্দেশে অঞ্জলি প্রদান এবং আগত সকলের মধ্যে প্রসাদ বিতরণের কর্মসূচিতেও আপ্লুত সকলে। সবকিছুকে ছাপিয়ে যায় প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’র প্রতিষ্ঠাতা ও প্রধান ড. সবিতা দাসের নেতৃত্বে শিশু-কিশোর-তরুণ-তরুণীর সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। এতে অংশ নেন ড. সবিতা দাস, জয়শ্রী রায়, অঞ্জলি সরকার, শম্পা রায়, বীথিকা কুন্ডু, রত্না চন্দ, মনিকা দাস, মমতা ভৌমিক, অনিন্দিতা ভট্টাচার্য , শান্তি সাহা, সুস্মিতা পাল, অজিত চন্দ, অনামিকা চন্দ। নৃত্য পরিবেশনায় ছিল অস্মিতা মন্ডল, অনিন্দিতা ভট্টাচার্য, শ্রেয়া মন্ডল, অঙ্কিতা বিশ্বাস এবং অর্ণা গুপ্তা।

শ্রীকৃষ্ণ ভক্তসংঘ আয়োজিত সরস্বতী পূজায় ভক্ত-অনুরক্তরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

পূজা-অর্চনায় পুরোহিত্য করেন জগদীশ ব্রক্ষ্মচারী। শ্রীকৃষ্ণ ভক্তসংঘের চেয়ারম্যান ডা, প্রভাত চন্দ্রদাস, সভাপতি অজিত চন্দ এবং সাধারণ সম্পাদক অর্ধেন্দু চন্দ্রবিশ্বাসের সার্বিক সমন্বয়ে সরস্বতী পূজা উদযাপনের বিস্তারিত কর্মসূচির সফল আয়োজনে ছিলেন আহবায়ক নিতাই পাল, সুমন মিত্র এবং রাজউৎস নাথ।

 

Facebook Comments Box

Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us