গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকাভুক্ত ছিলেন টিউলিপ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪১ পূর্বাহ্ণ

গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকাভুক্ত ছিলেন টিউলিপ

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান এলাকায় একটি বিলাসবহুল ১০ তলা ভবনে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত রয়েছে। যুক্তরাজ্যের সাবেক দুর্নীতিবিরোধী মন্ত্রী এবং ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপের পরিবারের নামে ভবনটির নামকরণ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৪ সালে টিউলিপের ‘স্থায়ী ঠিকানা’ ছিল ঢাকার এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, যখন তিনি যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গুলশানের এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি বিভিন্ন দেশের দূতাবাস এবং বড় ব্যবসাপ্রতিষ্ঠানের নিকটবর্তী অবস্থিত। আদালতের নথিপত্র এবং সংবাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এটি টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়েছে।

টিউলিপের খালা শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। গত আগস্টে বিক্ষোভ দমনে নৃশংসতা প্রতিক্রিয়ার পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, যার ফলে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয়।

শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের ওপর হামলা, গ্রেপ্তার এবং গোপনে কারাগারে বন্দী করার অভিযোগ রয়েছে। তার সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগেও অভিযুক্ত হয়েছে।

এদিকে, গাজীপুরের কানাইয়া এলাকায় ‘টিউলিপস টেরিটরি’ নামের একটি পারিবারিক অবকাশযাপনের বাগানবাড়ি নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। এই তথ্য প্রকাশিত হওয়ার পর দ্য টেলিগ্রাফ গুলশানের সম্পত্তির সঙ্গে টিউলিপের যোগসূত্রের তথ্য জানতে পারে।

Facebook Comments Box

Posted ৯:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us