নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৭:০৯ পূর্বাহ্ণ
বিশ্বব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক প্রসারে ইউরোপ-আমেরিকা-সহ সারাবিশ্বেরই চোখ এখন আইটি খাতে। এরই ধারাবাহিকতায় আমেরিকার আইটি সেক্টরে কাজ করা অসংখ্য বাংলাদেশী আমেরিকান আইটি ও সফটওয়্যার বিশেষজ্ঞরা এখন এই খাতে বাংলাদেশের সম্ভাবনার দরজা আরও ব্যাপক পরিসরে উন্মোচনের জন্য গভীর আগ্রহ নিয়ে এগিয়ে এসেছে!
এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশী আইটি বিশেষজ্ঞ গ্লোবাল ফিন্যান্সিয়াল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিজান চৌধুরী এবং বাংলাদেশী আইটি প্রতিষ্ঠান আইডাটাকোর ইমফোটেকের সিইও ও নিউইয়র্কের বোর্ড অব এডুকেশনে সিনিয়র আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেল সম্প্রতি নিউইয়র্কে অন্যান্য আইটি বিশেষজ্ঞদের নিয়ে ‘আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’ ( বিএটিসি) নামে একটি আইটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। গত বুধবার এক সাধারণ সভায় এই সংগঠনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। জ্যামাইকায় অবস্থিত মেহমান রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে এই কার্যকরী কমিটির প্রেসিডেন্ট হয়েছেন মিজান চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন আহমেদ সোহেল।

সেক্রেটারি আহমেদ সোহেল।
কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি – ড মোহাম্মদ মোহাম্মদ শফি চৌধুরী, সহ-সভাপতি- মাহফুজ রহমান, সহ-সভাপতি-রায়ান তাজ, যুগ্ম সম্পাদক-রাশেদুল আলম (রিমেল ), যুগ্ম সম্পাদক-সাদাত হোসেন, কোষাধ্যক্ষ-মোহাম্মদ তোরিকুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ-মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক-মাহমুদুল হাসান ,প্রকল্প ব্যবস্থাপক-মো. রাব্বি (আরমান), মিডিয়া ও প্রচার সম্পাদক-মো. আজাদ, সদস্যপদ বিষয়ক চেয়ারম্যান-মো. আসাদুজ্জামান চৌধুরী। কার্যনির্বাহী সদস্যরা হলেন – সংগীত সাহা, মোহাম্মদ আনিসুর রহমান, মো. সামদানি, মো. আব্দুল করিম।
Posted ৭:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24