শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মসভা

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে   প্রিন্ট
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:০২ পূর্বাহ্ণ

শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মসভা

নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটিতে ১০ ফেব্রুয়ারি সোমবার শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সমপ্রদায়ের উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল সিটির ১৪১১ পেনরোজ এভিনিউতে। বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন ইত্যাদি।
ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনো ভগবৎ দর্শন হয় না।

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, দীপংকর মিত্র, তৃপ্তি সরকার, গঙ্গা সাহা, মিনু নন্দী, সুনীল দাশ,সুপ্রীতি দে, দীপা দে, পিকলু দাশ, লাকী চৌধুরী, ঝুমুর বিশ্বাস, সোমা বিশ্বাস, বর্ষা রানা প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু স¤প্রদায়ের লোকজন নিয়মিত মাসিক ধর্মসভার আয়োজন করে থাকেন। ধর্মসভা শেষে তাদের সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৭:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us