গ্রীস ও গুয়াতেমালা আন্তর্জাতিক কবিতা উৎসবে যাচ্ছেন কবি হাসানআল আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১:২৫ অপরাহ্ণ

গ্রীস ও গুয়াতেমালা আন্তর্জাতিক কবিতা উৎসবে যাচ্ছেন কবি হাসানআল আব্দুল্লাহ

হাসানআল আব্দুল্লাহ

আন্তর্জাতিক কবিতা উৎসবে গ্রীস ও গুয়াতেমালা থেকে আমন্ত্রণ পেলেন নিউইয়র্কে বসবাসরত কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ। সম্প্রতি কবি মারিয়া মিস্ট্রিয়টি চতুর্থ গ্রীক আন্তর্জাতিক কবিতা উৎসবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। বিশ্বের ১৫ দেশের কবিদের নিয়ে এই উৎসব হবে এথেন্সের অদূরে খালকিদা শহরে মে মাসের শেষ সপ্তাহে। অন্যদিকে গুয়াতেমালায় অনুষ্ঠিতব্য দ্বাদশ আন্তর্জাতিক কবিতা উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন কবি রুডি আলফোনসো গোমেস রিভাস। এই উৎসব হবে জুলাই মাসে। উল্লেখ্য গ্রীসে এটি কবির দ্বিতীয় সফর হলেও গুয়াতেমালায় তিনি যাবেন প্রথম বার। “একদিকে হোমার, সক্রেটিস, আর্কিমিডিসের দেশ, অন্যদিকে মায়ান সভ্যতার নিদর্শন আমাকে হাতছানি দিচ্ছে” বলে তাঁর ফেসবুক প্রফাইলে কবি লিখেছেন। দু’টি অনুষ্ঠানেই বিভিন্ন দেশের কবিদের সাথে মতবিনিময়, কবিতা বিষয়ক সেমিনার, কবিতাপাঠ, ও স্থানীয় কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে কাব্যালাপের আয়োজন করা হয়েছে। আমন্ত্রিত কবিদের কবিতা নিয়ে এন্থোলজি প্রকাশ পাচ্ছে দুই দেশ থেকেই। উল্লেখ্য, কবি হাসানআল আব্দুল্লাহ ইতিপূর্বে চীন, গ্রীস, মরক্কো, কেনিয়া, ভারত, মেক্সিকোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দিয়েছেন। তাঁর কবিতা অনূদিত হয়েছে ষোলটি ভাষায়। প্রকাশ পেয়েছে নানা দেশের সাহিত্য পত্রিকা ও সংকলনে। ইংরেজি, চাইনিজ, পোলিশ ও স্প্যানিশ ভাষায় বেরিয়েছে দ্বিভাষিক কাব্যগ্রন্থ। হোমার মেডেল (ব্রাসেল্স), ক্লেমেন্স জেনেস্কি (পোল্যান্ড), নাজি ন্যাম (লেবানন) ও পল ভন হেসে (জার্মানি) আন্তর্জাতিক কবিতা পুরস্কার পেয়েছেন তিনি। সাহিত্যের বিভিন্ন শাখায় প্রকাশ পেয়েছে তাঁর পঞ্চাশের অধিক গ্রন্থ। তিনি ‘শব্দগুচ্ছ’ কবিতা পত্রিকা সম্পাদক। ২০০১ সাল থেকে প্রবর্তন করেছেন ‘শব্দগুচ্ছ কবিতা পুরস্কার।‘ তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও কেনিয়ার কিসি বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত¡ বিভাগে তিনি ‘শব্দগুচ্ছ মেধাবৃত্তি’ চালু করেছেন। তাঁর সম্পাদিত সর্বশেষ গ্রন্থ “ওয়ার্ল্ড পোয়েট্রি অ্যান্থোলজি” (নিউইয়র্ক, ২০২৩)।

Facebook Comments Box

Posted ১:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us