আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের হত্যার তালিকা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৭ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের হত্যার তালিকা

তথাকথিত চাকরিপ্রত্যাশী কোটা আন্দোলনকারী ও বর্তমান অসাংবিধানিক সরকারের সন্ত্রাসীদের হাতে গত চার মাসে (জুলাই-অক্টোবর) ৩৭০ জন আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থক ও সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে, জুলাই মাসে ২২ জন, আগস্ট মাসে ৩১৭ জন, সেপ্টেম্বরে ১১ জন এবং অক্টোবরে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিটিয়ে ৫০ জন, গুলি করে ২৩ জন, আগুনে পুড়িয়ে ২২৮ জন, কুপিয়ে ৫০ জন এবং অন্যান্য পদ্ধতিতে হত্যা করা হয়েছে।

ড. ইউনূসের অসাংবিধানিক সরকারের পক্ষ থেকে খুনিদের ইনডেমনিটি প্রদান করা হয়েছে, যার ফলে এসব হত্যাকাণ্ডের সঠিক পরিসংখ্যান সংগ্রহ এবং প্রকাশ করা সম্ভব হয়নি। সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে কঠোর সেন্সরশিপ আরোপিত হওয়ায় ঘটনার প্রকৃত চিত্র সম্পর্কে সাধারণ জনগণ অবহিত হতে পারেনি। উল্লেখ্য যে, পরিসংখ্যানের একটি অংশ সংবাদপত্র থেকে সংগৃহীত হলেও, যদি আরও গভীর অনুসন্ধান করা হয়, তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা যায়। ফলে এই তালিকাটি অসম্পূর্ণ হিসেবে গণ্য করা উচিত।

দুঃখজনক হলেও সত্য, হত্যার শিকার হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ওপরও অন্তর্বর্তী সরকারের তরফ থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে, যাতে তারা আমাদের দলীয় প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করতে বাধ্য হন।

আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের হত্যার তালিকা দেয়া হলো:

Facebook Comments Box

Posted ৯:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us