গ্রেটার খুলনা সোসাইটির বর্ণাঢ্য অভিষেক

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৩ পূর্বাহ্ণ

গ্রেটার খুলনা সোসাইটির বর্ণাঢ্য অভিষেক

নিজ এলাকা এবং কম্যুনিটির সামগ্রিক উন্নয়ন-কল্যাণে ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের অঙ্গিকারে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটির অভিষেক সম্পন্ন হলো। গত ৯ ফেব্রুয়ারী জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এ অনুষ্ঠানে বৃহত্তর খুলনার ৩জন গরীব অথচ মেধাবী ছাত্র-ছাত্রীকে এককালীন এক লাখ টাকা করে বৃত্তি প্রদানের ঘোষণা দেয়া হয়। খুলনাবাসীর এ মিলনমেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও ছিল।

উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান।

২০২৫-২০২৬ সালের জন্য নির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অভিষিক্ত কর্মকর্তারা হলেন : সভাপতি ওয়াহিদ কাজী এলিন, সিনিয়র সহ সভাপতি শেখ ফারুকুল ইসলাম, সহ সভাপতি শেখ হাসান আলী, ইসমত জাহান পলি ও শেখ আল আমিন, সাধারণ সম্পাদক হাওলাদার শাহিনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ সবুর, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ঈদ ই আমিন, প্রচার ও গণসংযোগ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আনারুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান পপি, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ শাহীনুর হোসেন, কার্যকরী সদস্য বিলকিস ফাতিমা লাভলী, জাভেদ ইকবাল, শামসুদ্দিন নান্টু, আরিফ শাহরিয়ার এবং উজ্জ্বল হোসেন।

সংগঠনের সভাপতি ওয়াহিদ কাজী এলিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি শেখ ফারুকুল ইসলামের পরিচালানায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সারাহ হোম কেয়ারের ডাইরেক্টর মো. আব্দুল খালেক।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখের আয়োজক সংগঠনের উপদেষ্টা নিউইয়র্ক পুলিশের ল্যাফটেন্যান্ট সৈয়দ এনায়েত আলী, সাবেক সভাপতি মুরারী মোহন দাস, সিনিয়র সহ সভাপতি শেখ মো. নওশাদ আক্তার, সহ সভাপতি শেখ হাসান আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন প্রমুখ।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ বিপুল সংখ্যক গ্রেটার খুলনা প্রবাসী সপরিবারে অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতি ওয়াহিদ কাজী এলিন ও সাধারণ সম্পাদক হাওলাদার শাহিনুল ইসলাম শপথ নেয়ার পর তাদের শুভেচ্ছা বক্তব্যে গ্রেটার খুলনাবাসীর স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, গ্রেটার খুলনা সোসাইটিকে সাথে নিয়েই তারা সোসাইটির অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।

সভায় বক্তারা নতুন কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএকে আরো এগিয়ে নেয়ার আহ্বান জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবশেন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী বাপ্পি সোম, মিতা এবং স্থানীয় শিল্পীরা।

Facebook Comments Box

Posted ৯:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us