
বস্টন প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:১১ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষাবিদ ও বিজ্ঞানীরা এক যুক্ত বিবৃতিতে সম্প্রতি বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত সকল স্থাপনার অবমাননা ও ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন। ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক বাসভবন ধ্বংস, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং তার ঐতিহ্য বিকৃত করার প্রচেষ্টা চরম উদ্বেগজনক। এই জঘন্য কার্যকলাপ ফ্যাসিবাদী ডানপন্থী, চরমপন্থী ইসলামপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী ও পাকিস্তানপন্থী শক্তির দ্বারা সংঘটিত হয়েছে, যারা বাংলাদেশের অর্জিত স্বাধীনতা এবং রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভিত্তি ধ্বংস করতে চায়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব ও আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যার মূলমন্ত্র ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও ন্যায়বিচার। বঙ্গবন্ধুর স্মৃতি ও আদর্শ বিকৃত করার যেকোনো প্রচেষ্টা শুধু ইতিহাসের ওপর নয়, বরং বাংলাদেশের আত্মার ওপর আঘাতের শামিল।
বিবৃতিদাতারা উল্লেখ করেছেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই তারা যেন অবিলম্বে এই ইতিহাস সংরক্ষণ ও পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেয়, বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ও ঐতিহাসিক স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করে এবং এই জঘন্য কর্মকান্ডের জন্য দায়ীদের শাস্তির আওতায় আনে। বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন আদর্শের ওপর এই আক্রমণ বিনা বিচারে পার পেতে পারেনা।
‘বঙ্গবন্ধুর আদর্শ হলো একটি ন্যায়সংগত, স্বাধীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির পাশে আছি, যারা ইতিহাসের বিকৃতি ও চরমপন্থার বিরুদ্ধে বঙ্গবন্ধুর উত্তরাধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক। ইতিহাস রক্ষিত হোক’-উল্লেখ করা হয়েছে ১৩ ফেব্রুয়ারি প্রদত্ত এ বিবৃতিতে। এতে স্বাক্ষর করেছেন ডঃ বামন দাস বসু (বস্টন), ডঃ সৈয়দ হাসান মামুন (নিউইয়র্ক), ডঃ নুরান নবী (নিউজার্সি), ডঃ সিদ্দিকুর রহমান (নিউজার্সি), ডঃ এবিএম নাসির (নর্থ ক্যারোলিনা), ডাঃ মোহাম্মদ আলী মানিক (আটলান্টা), ডঃ প্রদীপ কর (নিউইয়র্ক), ডঃ জীনাত নবী (নিউজার্সি), ডঃ নাহীদ বানু (নিউইয়র্ক), ডঃ বিনয় পাল (বস্টন), ডাঃ আব্দুল বাতেন (নিউইয়র্ক), ডঃ আশীষ দেব (বস্টন), ডঃ সামশুদ্দিন ইলিয়াস (নর্থ ক্যারোলিনা), ডাঃ অনুপ দেব (বস্টন), কাজী নিয়াজ (বস্টন), ইকবাল ইউসুফ (বস্টন), মাসুদুল হাসান প্রমুখ।
Posted ৯:১১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24