
অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:৪৪ পূর্বাহ্ণ
তিস্তার ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিস্তা রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট সীমান্ত থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে এই পদযাত্রায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ তিস্তাপাড়ের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পদযাত্রার নেতৃত্ব দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
সমাপনী দিনে তিস্তা নদীর তীরে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী ও কুড়িগ্রামের ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ পতাকা, ব্যানার ও পোস্টার হাতে স্লোগান দিতে থাকেন।
তিস্তা নদী আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফা বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে, যা বাংলাদেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হচ্ছে। নদী গবেষকরা বলছেন, উত্তরের পাঁচ জেলার দুই কোটি মানুষের জীবনমান রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি।
বিকালে কর্মসূচির সমাপনী গণসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24