প্রবাসীর প্রকল্প: রংপুরের প্রত্যন্ত অঞ্চলে ‘ব্লিং লেদার প্রোডাক্টস্’র দ্বিতীয় শাখা

রংপুর প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৪ পূর্বাহ্ণ

প্রবাসীর প্রকল্প: রংপুরের প্রত্যন্ত অঞ্চলে ‘ব্লিং লেদার প্রোডাক্টস্’র দ্বিতীয় শাখা

রংপুর : ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের দ্বিতীয় ইউনিটের উদ্বোধনকালে রূপালী ব্যাংকের এমডিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ছবি-এনওয়াইভয়েস২৪।

রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও কাজী মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম
বলেছেন যে, একজন মানুষ প্রবাসে থাকেন আর এই দেশেই থাকেন, যদি সদিচ্ছা,
আন্তরিকতা এবং নিষ্ঠা নিয়ে কাজ করেন তাহলে অসাধ্যকে সাধন করা অসম্ভব না। ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড এরকমই একটি উদাহরণ সৃষ্টি করেছে।

গত শুক্রবার ব্লিং স্যুজ’র দ্বিতীয় ইউনিটের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উত্তরবঙ্গের রংপুর জেলার তারাগঞ্জে ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড অবস্থিত। এখানে প্রতিদিন ১০ হাজার জোড়া জুতা উৎপাদন হয়। দ্বিতীয় ইউনিটে প্রতিদিন ৫ হাজার জোড়া জুতা প্রস্তুত করা হবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান। দ্বিতীয় ইউনিটের বি সেকশন জুলাই মাসে শুরু হলে আরো ৫ হাজার সহ প্রতিদিন ২০ হাজার জোড়া জুতা উৎপন্ন হবে। বর্তমানে ফ্যাক্টরিতে সর্বমোট ২৯০০ লোকের কর্মসংস্থান হয়েছে।

নিউইয়র্ক কমিউনিটির প্রিয় মুখ ব্লিং লেদারের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্লিং লেদারের নির্বাহী পরিচালক খাজা রেহান বক্ত, কোম্পানির সিএফও মোঃ কেরামত আলী, ফ্যাক্টরি প্রোডাকশন জিএম এম এম খালিদ আহসান। বিশিষ্টজনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, রূপালী ব্যাংক পি এল সির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন এ প্রতিষ্ঠানের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাগণ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বলেন, ‘দেশে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বড় ভাই সেলিমের উদ্যোগে নিভৃতপল্লীতে কারখানা স্থাপন করা হয়েছে। কারখানাটি পরিচালনা করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা পাচ্ছি। গ্রামীণ নারীদের ছোঁয়ায় ৩০০ জোড়া থেকে এখন ১০ হাজার জোড়া জুতা উৎপাদন হচ্ছে। ২০২৬ সালের শেষে দৈনিক ৫০ হাজার জোড়া জুতা উৎপাদনের ইচ্ছে আছে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

প্রধান অতিথির বক্তব্যে কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং রূপালী ব্যাংক পি এল সির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন। প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানানো হয়। পরে প্রধান অতিথি প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। জুম্মার নামাজ বিরতির পর মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us