রাতের ভোটের এসপিদেরও ওএসডি-অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৪৪ অপরাহ্ণ

রাতের ভোটের এসপিদেরও ওএসডি-অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও (এসপি) ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

আজ শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে আসিফ মাহমুদ এ কথা বলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তার স্ট্যাটাসে লেখেন, ‘২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।’

তিনি আরও লিখেন, ‌’সঠিক জনপ্রতিনিধি পেতে চাইলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। যাদের মদদে ফ্যাসিবাদের ডালপালা ছড়িয়েছে, তাদের উপড়ে ফেলার বিকল্প হতে পারে না।’

আওয়ামী লীগের আমলে বিতর্কিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ওই সময়ে ডিসির দায়িত্ব পালন করা কর্মকর্তারা এখন যুগ্ম-সচিব অতিরিক্ত সচিব, সচিব পদে রয়েছেন।

ওই তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা ৪৩ জন সাবেক ডিসিকে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) ওএসডি করা হয়। এরপর দিন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ২২ জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ওই তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা সকল ডিসিকে পর্যায়ক্রমে ওএসডি কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি এবং যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন জনপ্রশাসন সচিব।

এখন এসপিদের বিরুদ্ধেও একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা এলো।

Facebook Comments Box

Posted ৯:০০ অপরাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us