৪৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:২৯ অপরাহ্ণ

৪৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

৪৫ বাংলাদেশিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

স্থানীয় সময় বুধবার বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার জন্য ৬৮ বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। এদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি ছিলেন। তাদের ফেরত পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে একেপিএস জানায়, আটকরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি। বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন। তারা বিশেষ কারোর জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়।

পরবর্তীতে ১৬ জন পাকিস্তানি, ৪৫ জন বাংলাদেশি ও সাতজন ভারতীয় নাগরিককে কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাইবাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিস টু লিভ (এনটিএল) প্রদান করা হয়।

সংস্থাটি আরও জানায়, গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us