
সুব্রত চৌধুরী
প্রিন্ট
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ১১:৫১ পূর্বাহ্ণ
‘একুশ মানে মাথা নত না করা’ এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে পূর্ব এবসিকন বুলেভার্ডে অবস্থিত ট্রাভেল লজে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মহান একুশের তাৎপর্য শীর্ষক আলোচনা, একুশের কবিতা পাঠ, দেশের ও একুশের গান পরিবেশন ও শিশু- কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ।
একুশের প্রথম প্রহরে সার্বজনীন একুশ উদযাপন পরিষদ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বেঙ্গল ক্লাব, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ, নিউজার্সি স্টেট (দক্ষিন) বিএনপি, জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সি, জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বৃহত্তর নোয়াখালি সোসাইটি, সাংবাদিক ফোরাম, ট্যাক্সি ক্যাব এসোসিয়েশন, লোকাল ৫৪, নরসিংদী ভৈরব এসোসিয়েশন, বিজনেস এসোসিয়েশন, আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশন এর পক্ষ থেকে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। সাবেক কাউন্সিলম্যান মোমিনুল হক মামুনও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি ও বেঙ্গল ক্লাব আটলান্টিক সিটি যৌথভাবে “সার্বজনীন অমর একুশে উদযাপন” উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।
এ উপলক্ষে মিরাজ খানকে আহবায়ক, মোঃ মনিরুজ্জামান ও ফরহাদ সিদ্দিককে সদস্য সচিব করে “অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন” কমিটি গঠন করা হয়েছিল। কাজী আরিফ লিখন ও কাজল বাড়ৈ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সুব্রত চৌধুরী, সংগীত পরিবেশন করেন জয়ন্ত সিনহা, আসিফ আনোয়ার, রুকু জামান প্রমুখ। অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সিও সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ, বেঙ্গল ক্লাব আটলান্টিক সিটির সভাপতি রানা কবির ও সাধারন সম্পাদক কাজল বাড়ৈ মহান একুশের অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান ।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24