আটলান্টিক সিটির স্কুল জেলায় শহীদ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:৫০ পূর্বাহ্ণ

আটলান্টিক সিটির স্কুল জেলায়  শহীদ দিবস উদযাপন

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সিটির স্কুল জেলার উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। ওইদিন সকালে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক সিটি হাই স্কুলে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক আলোচনা সভা, গদ্য পাঠ, সংগীত, কবিতা আবৃত্তি এবং প্রামাণ্য চিত্র প্রদশর্নীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন আটলান্টিক সিটির পাবলিক স্কুলসমূহের সুপারিনটেনডেন্ট ড. লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক ।

আটলান্টিক স্কুল ডিস্ট্রিক্টে একুশে স্মরণ সমাবেশে সুধীজন। ছবি-এনওয়াইভয়েস24।

ডঃ লা কোয়েটা স্মল তাঁর বক্তৃতায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি তাঁর অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, স্কুল জেলায় বহুজাতিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন ভাষা-ভাষীর ছাত্র-ছাত্রীদের মধ্যে মাতৃভাষার প্রতি তাদের আগ্রহ ও তা অন্তরে ধারণ ও লালন করে বেড়ে ওঠার লক্ষ্যেই তাঁর এই প্রয়াস। অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের বিভিন্ন ভাষা ভাষীর ছাত্র- ছাত্রী ও শিক্ষকরা তাদের নিজ নিজ মাতৃভাষায় গদ্য, পদ্য পাঠ করেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহন করেন জিশান বখতিয়ার, বাও ট্রেন তাওসীফ , ফারহান, জয় মিন্টু, জুন ইয়ুন চ্যাং, মিস শাহ, পার্থ চৌধুরী, ডরোথি আদু, এনা ফিগারেরা, ইউনা জি প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ ডোনাল্ড হ্যারিসও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সেক্রেটারি মিদহাত সিদ্দিকী। তার সুললিত কণ্ঠে দেশের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আটলাণ্টিক সিটি স্কুল জেলায় বিগত কয়েক বছর যাবত ব্যাপক আয়োজনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস‘ উদযাপিত হচ্ছে ।

Facebook Comments Box

Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us