চিটাগাং এসোসিয়েশনের একুশে উদযাপন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৭ পূর্বাহ্ণ

চিটাগাং এসোসিয়েশনের একুশে উদযাপন

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির অস্থায়ী শহীদ মিনারে বিপুলসংখ্যক প্রবাসী নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে কম্যুনিটির দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা। একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের আগে চিটাগাং এসোসিয়েশনের ব্যানার হাতে সদস্য-কর্মকর্তারা একুশের অমর সঙ্গীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি-আমি কি ভুলিতে পারি’র সাথে কন্ঠ মিলিয়েছেন। সাথে বীর চট্টলার অগণিত প্রবাসী। এ সময় সকলে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ‘৫২-র ভাষা আন্দোলনের শহীদদের। তাঁদের গভীর আত্মত্যাগকে স্মরণ করা হয় এবং বাংলা ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে প্রবাসে বেড়ে উঠা নুতন প্রজন্ম যাতে কোনভাবই তাঁদের মাতৃভাষার চর্চা থেকে দূরে সরে না যায় সেই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সকলকে ব্রতী হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন চট্টগ্রাম এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, অফিস সম্পাদক অজয় বড়ূয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার ফজলুল কাদের, বিশিষ্ট ব্যাংকার ওসমান গনি চৌধুরী, সংগঠক কামাল হোসেন মিঠু, সাবেক সহ সভাপতি শাহাবুদ্দিন চৌধুরী লিটন, সাবেক কোষাধ্যক্ষ মতিউর চৌধুরী, মাষ্টার মোহাম্মদ কলিমুল্লাহ, তানিম মহসীন, ব্যবসায়ী নজরুল ইসলাম, এডভোকেট আবদুল হামিদ, ফরিদ আহমেদ, পল্লব রায়, মোঃ তারেক প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:২০ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us