অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৬:২০ পূর্বাহ্ণ
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাশার পরিপূরক অবৈধ অভিবাসী গ্রেফতারে সক্ষম না হওয়ায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)’র শীর্ষ কর্মকর্তা ক্যালিব ভিটোলেকে সরিয়ে দেয়া হলো। উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এ দায়িত্ব দিয়েছিলেন ব্যাপক অভিযান চালিয়ে দৈনিক অন্তত: ১২০০ অবৈধকে গ্রেফতারের প্রত্যাশায়। কিন্তু তা পূরণে সক্ষম হননি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে আইসের ২৫টি ফিল্ড অফিস রয়েছে। প্রতিটিকে অন্তত: দৈনিক ৭৫ জন করে গ্রেফতারের টার্গেট দেয়া হয়েছিল। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকললিন শুক্রবার বলেছেন, শুন্য পদে কে নিয়োগ পাচ্ছেন তা এখনো চ’ড়ান্ত হয়নি। জানা গেছে, জানুয়ারির শেষ ১০ দিনের প্রতিদিন গড়ে ৮০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতারের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। তবে ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহে গ্রেফতারের সংখ্যা একেবারেই কম হওয়ায় তা আর জনসমক্ষে প্রকাশ করা হয়নি। একটি সূত্রে জানা গেছে, দৈনিক ৬০০ জনেরও কম গ্রেফতার হয়েছে। এজন্যে প্রেসিডেন্ট ট্রাম্প বিরক্ত। কারণ এটি ছিল তার নির্বাচনী অঙ্গিকারের অন্যতম প্রধান এবং ভোটারেরা তাকে জোর সমর্থন দিয়েছেন। গ্রেফতার অভিযান পরিচালনাকারি কয়েকজন কর্মকর্তা উল্লেখ করেছেন যে, অভিযান বাস্তবায়িত করার পূর্বশর্তগুলো পূরণ করা হয়নি। অর্থাৎ নাম-ঠিকানাসহ সুনির্দিষ্ট তালিকা সরবরাহ করা হয়নি। অভিযানের তথ্য আগেই ফাঁস হওয়ায় অনেকে ঠিকানা বদলিয়েছেন। আবার অনেকে ঘরের ভেতরে থেকেও দরজা খোলেন না। আইসের কাছে এমন কোন ডক্যুমেন্ট নেই যে, তারা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকবেন। আদালতের গ্রেফতারী পরোয়ানা ব্যতিত কারো ঘরে জোরপূর্বক প্রবেশাধিকার থাকে না কোন কর্মকর্তারই। এছাড়া, আইসের এমন জনবল কিংবা অর্থবলও নেই যে, টার্গেটেড ব্যক্তিটি বাসা থেকে বের না হওয়া পর্যন্ত আশেপাশে ওৎপেতে থাকবেন। উল্লেখ্য, অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানে সমগ্র কম্যুনিটিতে সন্ত্রস্ত্র অবস্থা তৈরী হয়েছে। দোকানপাট ও রেস্টুরেন্টে বিক্রি কমেছে। অনেক ব্যস্ততম এলাকায় জনসমাগম হ্রাস পেয়েছে। এমনকি, নিউইয়র্ক, লসএঞ্জেলেস, ফিলাডেলফিয়া, মায়ামী, আটলান্টা, বস্টনের মত স্যাঙ্কচুয়্যারি সিটির স্কুলে শিক্ষার্থীর উপস্থিতিতেও টান পড়েছে।
Posted ৬:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24