
বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৭:৫২ পূর্বাহ্ণ
অবৈধ অভিবাসী তাড়ানোর অভিযানের মধ্যেই ৫ মিলিয়ন ডলারে গোল্ডকার্ড বিক্রির নয়া একটি পরিকল্পনার ঘোষণ দিয়ে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বে ধনাঢ্যদের আবাসস্থলে পরিণত করতে চাই আমেরিকাকে। নিজ দেশে যারা বিশেষভাবে কৃতিত্ব প্রদর্শনে সক্ষম হয়েছেন তারা এসে মেধার বিনিয়োগ ঘটিয়ে যুক্তরাষ্ট্রকে আরো সমৃদ্ধি দেবে-এমন লোকজনকেই স্বাগত জানাবো। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের প্রাথমিক প্রক্রিয়াতে গ্রীণকার্ড পেতে হয়। এরপর ৫ বছর বসবাসকারিরা সিটিজেনশিপের আবেদনের যোগ্য হোন। যদি কেউ ইউসি সিটিজেনের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়ে গ্রীণকার্ড পায়, তাহলে তিন বছর পরই সিটিজেনশিপের আবেদ করতে পারেন। তেমন দীর্ঘসূত্রিতা হ্রাস করে ‘গোল্ডকার্ড’ প্রাপ্তরা সরাসরি নাগরিকত্ব পাবেন বলে আভাস দেয়া হয়েছে।
ট্রাম্প বলেন, ধনীরা এসে বসতি গড়ার পর কাড়িকাড়ি ডলারে বিলাসি জীবন-যাপন করবেন এবং আমাদের অর্থনীতিতে তার প্রভাব পড়বে। আর এই কর্মসূচি শুরু হবে দু’সপ্তাহের মধ্যে। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক-কে পাশে নিয়ে হোয়াইট হাউজের ওভাল অফিসে এই কর্মসূচি ঘোষণাকালে ট্রাম্প আরো উল্লেখ করেন, এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের দেনার পরিমাণও হ্রাস পাবে।
ইবি-৫ নামক বিনিয়োগ ভিসার এই কার্যক্রম ১৯৯০ সালে শুরু হয়েছে। সেটি ছিল এক মিলিয়ন ডলারে নয়া একটিন ব্যবসা শুরুর কিংবা পিছিয়ে পড়া এলাকায় ৫ লাখ ডলার বিনিয়োগে ব্যবসা শুরু করা-যেখানে অন্তত: ১০ জনের কর্মসংস্থান হয়। ২০২২ সালে কংগ্রেসে এই বিধি পরিবর্তনের বিল পাশ হয়েছে আরো বেশী বিনিয়াগের অভিপ্রায়ে। তবে ট্রাম্পের এই পরিকল্পনা সম্পর্কে গত নির্বাচনের আগে কিছুই বলেননি। বিরাজমান পরিবেশের সাথে সঙ্গতি রেখে বিশ্বের ধনী মানুষ এবং ব্যবসা-বাণিজ্যে সাফল্য প্রদর্শনকারি মেধাবিদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ অবারিত করার মধ্যদিয়ে আমেরিকার অর্থনীতিকে আরো সমৃদ্ধির প্রয়াস দেখছেন ইমিগ্রেশন এক্সপার্টরা। ক্যাটো ইন্সটিটিউটের ইমিগ্রেশন স্টাডিজের পরিচালক ডেভিড বাইয়ার এ প্রসঙ্গে বলেছেন, খুবই আকর্ষণীয় একটি পরিকল্পনা এবং স্থায়ীভাবে বসতি গড়ার অবলম্বন ‘গোল্ডকার্ড’ ৫ মিলিয়ন ডলারে ক্রয়ের এই সুযোগ বহুদেশের অসৎ উপার্জনকারিদেওর কাল টাকা সাদা করতে অপরিসীম ভূমিক রাখবে। হুন্ডির প্রবণতাও হ্রাস করবে। জর্জ বুশ আমলে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের পদস্থ কর্মকর্তা স্ট্যুয়ার্ট ভেরডারি বলেন, কংগ্রেসের অনুমোদন ব্যতিত এ পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো সম্ভব হবে বলে মনে করছি না। ইতিমধ্যেই ট্রাম্পের বেশ কিছু নির্বাহী আদেশ থামিয়ে দিয়েছেন আদালত। এটিও আইনী জটিলতা থমকে দাঁড়াতে পারে। তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আড়ালে বিশ্বের দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত করার কৌশল অবলম্বনের নামান্তর হতে পারে এই গোল্ডকার্ড ইস্যুর প্রক্রিয়াটি। প্রসঙ্গত: উল্লেখ্য, ২০২২ সালে ইউরোপিয় ইউনিয়ন ধনাঢ্য বিনিয়োগকারিদের জন্যে ‘গোল্ডেন পাসপোর্ট’ ইস্যুর পুরনো কার্যক্রমের অবসান ঘটিয়েছে। বুলগেরিয়া এবং সাইপ্রাসও বিনিয়োগের মাধ্যমে সে সব দেশের সিটজেনশিপ প্রদানের কর্মসূচি বন্ধ করেছে। মাল্টাও বন্ধ করেছে রাশিয়ান বেলারোজিয়ান সিটিজেনশিপ প্রদানের কার্যক্রম।
ট্রাম্প এই পরিকল্পনার কথা প্রকাশের সময় অবশ্য উল্লেখ করেছেন যে, আইনী জটিলতা এলেও তা মোকাবেলার প্রস্তুতি রয়েছে।
Posted ৭:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24