আওয়ামী লীগ-যুবলীগসহ সকল সংগঠনের সদস্যগণের নিরাপত্তা এবং আইনী সহায়তা নিশ্চিত করতে

ইউনূস সরকারকে আহবান জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৪:১৩ পূর্বাহ্ণ

ইউনূস সরকারকে আহবান জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট

৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাবার পর থেকে শুরু হওয়া মব জাস্টিসের দায় কে নেবে? আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীসহ হাজারো পুলিশ অফিসার খুনের দায় কে নেবে? এসব হত্যাকান্ডের বিচারে ন্যূনতম পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার। এরফলে বাংলাদেশে আইনের শাসন নিয়ে জনমনে সৃষ্ট শংকা আরও তীব্র হচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কোন পর্যবেক্ষণ আছে কী। এ প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ২৬ ফেব্রুয়ারি এ সংবাদদাতাকে বলেন, ‘এটা খুবই জরুরী যে কোন ধরনের সহিংসতায় জবাবদিহিতা নিশ্চিত করার। আমরা বাংলাদেশের সকল মানুষের জন্যে সুষ্ঠু ও স্বচ্ছ্ব আইনী প্রক্রিয়া নিশ্চিত করতে এবং সকল নাগরিকের নিরাপত্তা ও আইনের শাসন সমুন্নত রাখতে এবং গণতান্ত্রিক রীতি এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারকে উদাত্ত আহবান জানাচ্ছি।’
এ সময় আরো উল্লেখ করা হয় যে, গত গ্রীস্মের সহিংসতা সম্পর্কে তদন্তের জন্যে জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়ে অন্তর্বর্তী সরকার নাগরিকদের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিতে তার আন্তরিকতা দেখিয়েছেন, একে আমরা স্বাগত জানাই। এবং বিদায়ী সরকার কর্তৃক সংঘটিত মানবাধিকার লংঘনের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন দেখে আমরা বিব্রতবোধ করছি।

Facebook Comments Box

Posted ৬:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us