
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৪:২৯ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, অন্যতম সহ-সভাপতি মোহাম্মদ জাফরউল্লাহ এবং আবু তাহের রহমান মামুন ও নির্বাহী সদস্য এটিএম মাসুদ পবিত্র ওমরাহ হ্জ্বব্রত পালনের জন্যে মক্কা-মদিনায় গমন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার সন্ধ্যায় এক বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে শানাই রেস্টুরেন্টের পার্টি হলের এ মাহফিলে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক। মোনাজাতে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি সাহাবউদ্দিন চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং আলিম খান আকাশ, নির্বাহী সদস্য নাজিমউদ্দিন, নাজেরউদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু প্রমুখ। দোয়া-মোনাজাতে তাদের মনোবাঞ্ছা যাতে পরম করুণাময় আল্লাহ তা’লা পূরণ করেন-এ কামনাও করেন সকলে। এছাড়া, মক্কা-মদিনায় তারা যাতে দেশ ও প্রবাসের সকলের মঙ্গল কামনায় সৃষ্টিকর্তার দয়া প্রার্থনা করেন-এ অনুরোধ উচ্চারিত হয় উপস্থিত সকলের কন্ঠে।
এ সময় আরো জানানো হয় যে, আসছে ২৫ মার্চ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এই একইস্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে ফাউন্ডেশনের সকলকে সপরিবারে এবং নিউইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণকে উপস্থিত হবার জন্যে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও সভাকে অবহিত করা হয়। এছাড়া, বাংলাদেশে জঙ্গিদের ভয়ংকর আক্রমণে গৃহত্যাগী নেতা-কর্মীদের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গিকারও করা হয়। ভ’য়া ও বানোয়াট মামলায় গ্রেফতারকৃতদের জন্যে আইনী সহায়তার কথাও উল্লেখ করেন কেউ কেউ।
Posted ৭:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24