অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ০১ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৪৪ পূর্বাহ্ণ
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২ মার্চ, রবিবার থেকে শুরু হবে রমজান।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজান মাসের চাঁদ দেখা যায়। চাঁদ দেখা যাওয়ায় ধর্মপ্রাণ মুসল্লিরা আজ রাতে এশা নামাজের সঙ্গে তারাবি নামাজ আদায় করবেন। আগামীকাল ভোরে সেহরি খেয়ে রোজা রাখবেন তারা।
এদিকে, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার চাঁদ দেখা গেছে, যার ফলে শনিবার থেকেই সেখানে রমজান মাস শুরু হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কিছু অঞ্চলের মুসল্লিরাও শনিবার থেকে রোজা শুরু করেছেন। তারা শুক্রবার রাতে তারাবি নামাজ পড়ার মাধ্যমে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24