চুরির মামলায় গ্রেফতার মইনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০২ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১১ পূর্বাহ্ণ

চুরির মামলায় গ্রেফতার মইনুল ইসলাম

চুরির মামলায় গ্রেফতার হয়েছিলেন নিউইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং জালালাবাদ এসোসিয়েশনের খন্ডিত অংশের সভাপতি মইনুল ইসলাম।

৩ মার্চ সোমবার সকালে তাকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজিরার নির্দেশ দেয়া হয়েছে।

সিআর ০০০৯২৫-২৫ কিউএন নম্বর মামলার বিবরণ অনুযায়ী, সানিসাইডের বাসিন্দা মইনুল ইসলাম গত ১২ নভেম্বর বিকেল পৌণে ৪টা থেকে সোয়া চারটার মধ্যে কুইন্সের ৪০-২০ ২৫ এভিনিউতে অবস্থিত শহিদ মালিকের বাসার চাবি ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন এবং মূল্যবান সামগ্রি চুরি করেছেন। পুলিশী তদন্তের পর মইনুলকে ১০৮ নম্বর প্রেসিঙ্কটের পুলিশ ৭ জানুয়ারি গ্রেফতার (কিউ ২৫৬০১০৫১)করেছিলেন। দায়েরকৃত মামলার উদ্ধৃতি দিয়ে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী অফিস সূত্র জানায়, মইনুল ঐ বাসায় ঢুকেছিল গুরুতর অপকর্ম সংঘটিত করার অভিপ্রায়ে। গ্রেফতার ও মামলার সংবাদে হতবাক প্রবাসীরা।

Facebook Comments Box

Posted ১০:১১ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us