আনিসুর রহমান
প্রিন্ট
রবিবার, ০২ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:০৬ পূর্বাহ্ণ
জাতীয় সংসদে প্রবাসীদের জন্যে ২৫ টি আসন সংরক্ষিত করা, বিদেশে বসে যারা দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত তাদের সবাইকে আইনের আওতায় নেয়া, দেশের বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতির দ্রুত উন্নতি সহ ১৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করলো ‘ইন্টারস্টেট বিএনপি’। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইন্টারস্টেট বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এবং প্রশ্নোত্তর পর্বে ছিলেন সংগঠনের সভাপতি কাজী আজম। এ সময় মঞ্চে উপবেশন ও দাবির সাথে সংহতি প্রকাশকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জাসাসের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান প্রমুখ। যুক্তরাষ্ট্র বিএনপি বিলুপ্ত করার পর স্টেটসমূহের কমিটির অনুমোদন দিচ্ছে হাই কমান্ড। এতদসত্বেও আপনারা ইন্টারস্টেট বিএনপি অব্যাহত রেখেছেন। আপনাদের এই কমিটিও তো অনুমোদন পায়নি। এমন প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ জানান যে, যারা অসাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত ছিলেন তাদেরকে বিলুপ্ত করা হয়েছে। আমাদেরকে মানা করা হয়নি। তাই আমরা কেন্দ্রের পরিপূরক সকল কর্মকান্ডে সরব রয়েছি। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মকান্ডের প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে যুক্তরাষ্ট্রের প্রবাসীরাও যাতে এনআইডি এবং ভোটাধিকার পান তেমন ব্যবস্থার আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে ‘৫২ এর ভাষা আন্দোলন, ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর গণ আন্দোলন ও ‘২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি নেতা-কর্মী সহ নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইন্টারস্টেট বিএনপির নেতৃবৃন্দ। ছবি-এনওাইভয়েস২৪।
দাবিসমূহের মধ্যে রয়েছে : ১. অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবী সর্বপ্রথম আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই। একটি অবাধ সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে জাতি আগামী দিনে কারা সরকার পরিচালনা করবে তা নির্ধারন করবে। ২. বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেব াংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনীতিবিদ, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে ফিরবেন, ঢাকা বিমানবন্দর থেকে তাকে এস.এস.এফ এর মাধ্যমে পূর্ণ নিরাপত্তা দেয়ার জোর দাবী জানাচ্ছি। ৩. বি.এন.পি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিগত স্বৈরাচারের আমলে যে সকল নেতা-কর্মী গুম ও খুনের শিকার হয়েছেন তাদের হদিস চাই ও সংশ্লিষ্টদের দ্রুত বিচার চাই। ৪. ট্রাম্প প্রশাসন কর্তৃক সম্প্রতি জারিকৃত অবৈধদের জন্য রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানকে অনুরোধ জানাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাকে পাঠিয়ে এ ব্যাপারে বাংলাদেশীদের সহযোগিতা প্রদান করার জন্য। ৬. আমরা প্রবাসীদের ভোটাধিকার চাই। ৬. বিদেশের মাটিতে এ্যাম্বেসীর মাধ্যমে সকল প্রবাসীর জন্যে এন.আই.ডি কার্ড চাই। ৭. প্রশাসনে এখনো পতিত স্বৈরাচারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত সকল আমলা ও কর্মকর্তাদের দ্রুত অপসারন চাই। ৮. পিলখানা হত্যাকান্ড ও বিডিআর বিদ্রোহের প্রকৃত অপরাধীদের সঠিক তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিচার চাই। ৯. আগামী সংসদ নির্বাচনে প্রবাসী কোটায় অন্তত ২৫টি আসন চাই। ১০. পুুনরায় ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চাই। ১১. আয়না ঘর সংশ্লিষ্ট সকলকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। ১২. বাংলাদেশ ব্যাংকিং খাত ধংসের কারিগরদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। ১৩. সাগর-রুনি হত্যাসহ স্বৈরাচারের আমলে সকল সাংবাদিক হত্যার বিচার চাই। ১৪. বিদেশে বসে যারা দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত তাদের সবাইকে আইনের আওতায় নেয়ার জোর দাবী জানাচ্ছি। ১৫. দেশের বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতির দ্রুত উন্নতি চাই।
Posted ১০:০৬ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24