
শেখ নুরল ইসলাম
প্রিন্ট
সোমবার, ০৩ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:৫৯ পূর্বাহ্ণ
হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
নো ভিসা- পাসপোর্ট ফি এবং বিমানের ভাড়া কমানো, ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকীকরণ এবং সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবিতে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের স্মারকলিপি প্রদান। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র একটি প্রতিনিধি দল বৃটেনে বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার আবিদা ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নো ভিসা ও পাসপোর্টের ফি কমানো এবং ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকীকরণ ও সিলেট প্রদেশ বাস্তবায়ন সহ প্রবাসীদের ১০ দফা দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি লন্ডনস্থ দূতাবাস কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া এবং বাংলাদেশে সহায় সম্পত্তি ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা ও কমিউনিটির নানা ইস্যু তুলে ধরে হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশে ব্যাংক একাউন্ট খোলা, সরকারি যাবতীয় কায্যক্রমে প্রবাসীদের পাসপোর্ট যাতে আইডি হিসেবে ব্যবহার করা যায় তার জন্য লজিস্টিক সাপোর্ট গ্রহণের আহবান জানানো সহ হাই কমিশনের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার ব্যবস্থা গ্রহণের জন্যও জোর দাবি জানানো হয়।
ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রুপান্তরিত করা সহ যুক্তরাজ্য থেকে সিলেটে বিমানের পাশাপাশি অন্যান্য এয়ার লাইনসের এয়ার ক্র্যাফট যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অসম ভাড়া কমানোর জোর দাবি জানানো হয়। শিক্ষা ও সংস্কৃতির প্রসারে এক্সচেঞ্জ প্রোগ্রামের পাশাপাশি যুক্তরাজ্যের মেধাবী ও দক্ষ ছাত্রছাত্রী এবং প্রফেশনালদের দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইটি ও মেডিকেলসহ অন্যান্য সেক্টরে খন্ডকালীন শিক্ষক ও কনসাল্টেন্সি পেশায় ব্রিটিশ বাংলাদেশিদের উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়। সম্প্রতি বাংলাদেশে প্রবাসী অধ্যুষিত এলাকাতে ডাকাতিসহ প্রবাসীদের বিভিন্ন ধরণের হয়রানী প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর জোড়ালো ভূমিকার দাবি জানানো হয়।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়কালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, কেন্দ্রীয় সদস্য সচিব ড. মুজিবুর রহমান, গ্রেটার সিলেটের প্রাক্তন কেন্দ্রীয় চেয়ারপার্সন নুরল ইসলাম মাহবুব, কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম, জয়েন্ট কনভেনর আব্দুর রহিম রঞ্জু, ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সায়েম করিম। এদিকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর অসুস্থতার কারণে মতবিনিময়কালে উপস্থিত থাকতে না পারলেও টেলি কনফারেন্সে সার্বক্ষণিক বৈঠকের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি প্রতিনিধিদলের সবাইকে এবং বৃটেনের বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের দাবি দাওয়া বাস্তবায়নের অব্যাহত ক্যাম্পেইনে এবং কমিউনিটির উন্নয়ণে সংগঠন এর আগামী দিনের কর্মকান্ডে সবাইকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।
সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবিটির যৌক্তিকতা তুলে ধরে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বলেন সিলেট বিভাগ নিয়ে জালালাবাদ প্রদেশ গঠনের দাবি অনেক পুরনো। তাই সংস্কার কমিশনের সুপারিশ মতে বাংলাদেশকে কয়েকটি প্রদেশে ভাগ করতে হলে বৃহত্তর সিলেটের ৪ জেলা নিয়ে একটি প্রদেশ গঠন হবে যুক্তিযুক্ত।
Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24