
অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:৩৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগ্বিতণ্ডার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার (৪ মার্চ) হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আলোচনার টেবিলে দেখতে চায়। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সহায়তা বন্ধ থাকবে।
ফক্স নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এটি স্থায়ীভাবে সহযোগিতা বন্ধ নয়, বরং এটি সাময়িক সময়ের জন্য। এই সাময়িক সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
রাশিয়ার বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনকে কয়েকশ’ কোটি ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, মার্কিন সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এদিকে, শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানো প্রসঙ্গে, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ার সাথে যুদ্ধে ওয়াশিংটনের সমর্থনের জন্য অপর্যাপ্ত কৃতজ্ঞতার জন্য সমালোচনা করেছিলেন।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24