
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:২৫ পূর্বাহ্ণ
বাংলাদেশে সম্প্রতি হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নি সংযোগ ও লুটতরাজের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে সরকার পরিবর্তনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অনুসন্ধান না করে এবং সহিংসতার সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের (বিশেষ করে ভিকটিমদের) সাক্ষ্য প্রমাণ না নিয়ে জাতিসংঘ তদন্ত কমিশনের প্রকাশিত তদন্ত প্রতিবেদনকে একপেশে অভিহিত করে অবিলম্বে ন্যায়-নিষ্ঠতার স্বার্থে পুনতদন্ত দাবিতে ১০ মার্চ সোমবার বেলা ১২টা থেকে জাগ্রত প্রবাসীগণের এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দল-মত-পেশা নির্বিশেষে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ থেকে জঙ্গি শাসনের অবসানে বিশ্ববিবেকের হস্তক্ষেপ কামনায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে।
উল্লেখ্য, ১৩ মার্চ বাংলাদেশে যাবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেজ। বাংলাদেশে গিয়ে তিনি যাতে সামগ্রিক পরিস্থিতির সঠিক তথ্য উদঘাটনের স্বার্থে পুনরায় তদন্তের ব্যবস্থা করেন-এ আহবান জানাতে মহাসচিবকে একটি স্মারকলিপি প্রদানের পরিকল্পনাও নিয়েছন সচেতন প্রবাসীরা। বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা লেখক-অভিনেতা-অভিনেত্রী-সাংবাদিক-সাহিত্যিক-মূলধারার রাজনীতিকরা এই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। দু’ঘন্টাস্থায়ী এ সমাবেশে অংশগ্রহণে ইচ্ছুকদের নিজ নিজ পর্যবেক্ষণ আলোকে পোস্টার-প্লেকার্ড বহনের আহবানও জানিয়েছেন আয়োজকরা।
Posted ১০:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24