ফারাক্কা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন হচ্ছে

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৩১ পূর্বাহ্ণ

ফারাক্কা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন হচ্ছে

গঙ্গার পানিবণ্টন চুক্তি পর্যালোচনা এবং বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৮৬তম বৈঠকে যোগ দিতে বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল ৩ মার্চ (সোমবার) কলকাতায় পৌঁছেছে। প্রতিনিধি দলটি হাওড়া রেলস্টেশন থেকে ট্রেনে চড়ে মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় পৌঁছায়। সেখানে ভারতের নদী কমিশনের সদস্যদের সঙ্গে যৌথভাবে ফারাক্কা পরিদর্শন করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) ফারাক্কা পরিদর্শন শেষে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন জানান, সম্প্রতি ফারাক্কায় পানির পরিমাণ কমে গেছে। তিনি বলেন, ‘গত জানুয়ারি মাসে পানির স্তর ঠিক ছিল, তবে ফেব্রুয়ারিতে কিছুটা কমে গেছে। এটি স্বাভাবিক প্রক্রিয়া, কোনো বছর পানি কম থাকবে, আবার কোনো বছর বেশি থাকবে।’

এছাড়া, তিনি বলেন, ‘পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন হচ্ছে এবং এর মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিশেষ কমিটি বিবেচনা করবে।’ পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা কলকাতায় রুটিন বৈঠকে অংশ নিবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি দেবেগৌড়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতিবসু এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তিতে সই করেন। ২০২৬ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, বাংলাদেশ প্রতিনিধি দলের এই পরিদর্শন এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us