মরণোত্তর দেহদান নয়, ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৫ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৭ পূর্বাহ্ণ

মরণোত্তর দেহদান নয়, ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন সম্প্রতি তার মরণোত্তর দেহদান সম্পর্কিত পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ২০২১ সালে তিনি মরণোত্তর দেহদান করার অঙ্গীকার করেছিলেন, তবে এখন তিনি জানিয়ে দিয়েছেন যে, তিনি আর তার দেহ দান করবেন না। পরিবর্তে, ইসলামী রীতিতে নিজের মরদেহ দাফন করার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৫ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই বিষয়টি নিশ্চিত করেছেন কবীর সুমন। তিনি লিখেছেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই, বছরখানেক আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম—আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’

তিনি আরো জানিয়েছেন, তার ইচ্ছা কলকাতার মাটিতেই যেন তার দাফনকার্য সম্পন্ন হয়, এবং তা ইসলামী রীতিতে। তিনি লিখেছেন, ‘আমি চাই আমাকে এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।’

কবীর সুমন তার স্ট্যাটাসে শেষ করেন, ‘আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।’

এক বছর আগে, কবীর সুমন তার মৃতদেহ চিকিৎসাবিজ্ঞানের কাজে দান করার ঘোষণা দিয়েছিলেন এবং কোনো ধরনের স্মরণসভা, শোকসভা বা প্রার্থনাসভা আয়োজন না করার কথাও বলেছিলেন।

Facebook Comments Box

Posted ১০:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us