নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:৪৮ পূর্বাহ্ণ
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ গত বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে এক বিশেষ সেমিনারের আয়োজন করে। আইস কর্তৃক ধরপাকড় এবং বৈধ ডকুমেন্ট থাকা সত্ত্বেও হয়রানির আশংকায় থাকা কমিউনিটি সদস্যদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সেমিনারের উদ্দেশ্য ছিল জনমনে ছড়ানো মিথ্যা আতঙ্ক দূর করে সঠিক আইনি পরামর্শ প্রদান করা।
সেমিনারে সভাপতিত্ব করেন ওয়াল্ডর্ হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ-এর ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ্ শহিদুল হক (সাইদ)। প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক এবং গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও শাহ্ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন ইমিগ্রেশন অ্যাটর্নি মাইকেল প্রিন্সটন, এডওয়ার্ড স্কটস্ট্রং, এটর্নী মঈন চৌধুরী, লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজের অধ্যাপিকা ডঃ সাজ হাইডি, অ্যাডভোকেট মুনিয়া সুলতানা এবং মাইকেল প্রিন্সটনের সহকারী লোকমান হোসেন।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রেসিডেন্ট শাহ্ শহিদুল হক (সাইদ) আগত অতিথিবৃন্দ, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং উপস্থিত সকলকে স্বাগত জানান।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আব্দুল খালেক, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট, ইউএসএ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সোবহান, ম্যানহাটান বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম বাদল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট তোফায়েল আহমেদ, বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আহসান, লায়নস আহসান হাবিব (সভাপতি ও সেমিনারেরআহ্বায়ক), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়, বিশিষ্ট আর্টিস্ট ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিজার, বরিশাল সমিতির নেতা আব্দুর রাজ্জাক এবং ইন্ডিয়ান কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফরিদা আব্বাসী ছিলেন বিশেষ সম্মানীত অতিথি হিসেবে। সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ এবং আয়োজক কমিটির সদস্য-সচিব মফিজুল ইসলাম রুমী।
Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24