
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:৫৬ পূর্বাহ্ণ
জালালাবাদ এসোসিয়েশনের খন্ডিত অংশের সভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলামের বিরদ্ধে চুরির মামলার পরবর্তী তারিখ হচ্ছে ২৯ মে। ৩ মার্চ ছিল শুনানীর তারিখ। কুইন্স ক্রিমিনাল কোর্ট সূত্রে জানা গেছে, মামলাটির শুনানী এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনার নয়া তারিখ ধার্য করা হয়েছে।
সিআর ০০০৯২৫-২৫ কিউএন নম্বর মামলার বিবরণ অনুযায়ী, সানিসাইডের বাসিন্দা মইনুল ইসলাম গত ১২ নভেম্বর বিকেল পৌণে ৪টা থেকে সোয়া চারটার মধ্যে কুইন্সের ৪০-২০ ২৫ এভিনিউতে অবস্থিত শহিদ মালিকের বাসার চাবি ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন এবং মূল্যবান সামগ্রি চুরি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। পুলিশী তদন্তের পর মইনুলকে ১০৮ নম্বর প্রেসিঙ্কটের পুলিশ ৭ জানুয়ারি গ্রেফতার (কিউ ২৫৬০১০৫১)করেছিলেন। দায়েরকৃত মামলার উদ্ধৃতি দিয়ে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী অফিস সূত্র জানায়, মইনুল ঐ বাসায় ঢুকেছিল গুরুতর অপকর্ম সংঘটিত করার অভিপ্রায়ে।
এ সংবাদ এনওয়াইভয়েস২৪ ডটকমে প্রকাশের পর সর্বত্র হৈচৈ পড়ে। কারণ, অভিযুক্ত মইনুল ইসলামের বিরুদ্ধে জালালাবাদ এসোসিয়েশনের তহবিল হাতিয়ে নিয়ে এসোসিয়েশনের সদস্যগণের সাথে প্রতারণার অভিপ্রায়ে প্রায় একইনামের আরেকটি কর্পোরেশন ওপেন করে বাড়ি ক্রয় করেছেন এবং সেটিকে জালালাবাদ ভবন হিসেবে চালিয়ে নিতে চেয়েছেন। বিষয়টি পরবর্তীতে ফাঁস হওয়ায় জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে মইনুল ইলামের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট এটর্নী অফিসে অভিযোগ করা হয়েছে। একইকারণে মইনুলের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে তাকে সংগঠন থেকে। তেমনি সময়ে তার বিরদ্ধে চুরির অভিযোগ এবং গ্রেফতার ও মামলার সংবাদে জালালাবাদবাসীও হতবাক।
Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24