৮-১০ আগস্ট ফিলাডেলফিয়ায় মুনার ন্যাশনাল কনভেনশন

শহিদুল্লাহ কাইসার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫২ পূর্বাহ্ণ

৮-১০ আগস্ট ফিলাডেলফিয়ায় মুনার ন্যাশনাল কনভেনশন

৮, ৯ এবং ১০ আগস্ট ফিলাডেলফিয়ায় অবস্থিত পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে ‘মুনা কনভেনশন-২০২৫’ অনুষ্ঠিত হবে। সারা আমেরিকায় মুসমানদের সবচেয়ে বড় এ আয়োজনকে সাফল্যমন্ডিত করতে বরাবরের মত মিডিয়ার সহায়তা কামন করেন মুনা (মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা)র নেতৃবৃন্দ। এ উপলক্ষে ৪ মার্চ, মঙ্গলবার জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে ইফতার মাহফিল পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেকক্টর আরমান চৌধুরী। সভাপতিত্ব করেন মুনা ন্যাশনাল মিডিয়া বিভাগ পরিচালক আনিসুর রহমান গাজী এবং পরিচালনা করেন মুনা ন্যাশনাল এ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর আব্দুল্লাহ আল আরিফ। নেতবৃন্দের মধ্যে আরো ছিলেন মুনা ন্যাশনাল এ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ আবু উবায়দা, ড: প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন, মুনা মজলিশে শুরা সদস্য এমএম মাওলা সুজন, মুনা নিউইয়র্ক সাউথ জোন সভাপতি এমদাদ উল্লাহ, মুনা নিউইয়র্ক নর্থ জোন সেক্রেটারী মমিনুল ইসলাম মজুমদার, নিউইয়র্ক সাউথ জোন মিডিয়ার পরিচালক আমিনুর রসুল জামসেদ।

আলোচনার ফাঁকে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মুনা শিল্পী গোষ্ঠির অন্যতম সদস্য সালাহউদ্দিন রাসেল। ইফতারের পূর্বে আমেরিকাসহ বিশ্বশান্তি কামনা করে দোয়া করেন ইমাম দেলোয়ার হোসাইন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী । এতে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এবারও ৮, ৯ এবং ১০ আগস্ট ফিলাডেলফিয়ায় অবস্থিত পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে ১মুনা কনভেনশন-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে। এই কনভেনশন মুসলিম জীবনে বিশেষ করে বাংলাদেশী আমেরিকান পরিবারের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি। এ সময় উল্লেখ করা হয়, মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠিত হয় মুনা। এই সংগঠনটি ১৯৯০ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশন ভুক্ত করা হয়। বর্তমানে মুনা আমেরিকার প্রায় সবকটি রাজ্যেই কমবেশি কর্মতৎপরতা পরিচালনা করছে। মুসলমানদের প্রাত্যহিক সামাজিক ও ধর্মীয় কর্মকান্ড এবং জাতীয় নাগরিক জীবনে ভূমিকা পালনের নিমিত্তে সবাইকে সংগঠিত করতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে এ সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ এবং তাঁর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে মানবতার সেবা করে যেতে পারে।

এবারের কনভেনশনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় এবং থিম নির্ধারণ করা হয়েছে-‘ইসলামের মশাল বহন : বিশ্বব্যাপী ধর্মীয় বিশ্বাসের বিস্তৃতি’( Torchbearers of Islam: Spreading the Faith Globally.)|

আরো উল্লেখ করা হয়, সারা দুনিয়াব্যাপী মানবতা আজ মুক্তির জন্য দিশেহারা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, মানুষের দুনিয়া ও আখেরাতের মুক্তি তথা সামগ্রিক কল্যাণ ইসলামেই নিহিত রয়েছে। মুনা চায়, প্রত্যেক মুসলিম ভাই-বোনেরা ইসলামের সুমহান আদর্শকে নিজেদের জীবনে যথার্থভাবে ধারন করে, এক একজন দ্বীনের মশাল বাহক হিসাবে দুনিয়া ব্যাপী প্রচারে আত্ননিয়োগ করুক। ইসলাম শুধু মুসলিম তথা ইসলামে বিশ্বাসীদের জন্য নয়, এটা গোটা মানবজাতির উন্নতি ও অগ্রগতির সোপান । মুনা এই বিশ্বাসকে ধারণ করেই এবারের কনভেনশনের মূল কেন্দ্রীয় প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে। এই কাজে আপনাদের এবং আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করছি ।

Facebook Comments Box

Posted ৮:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us