
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ০৮ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:২৭ পূর্বাহ্ণ
গাজায় ইসায়েলি আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদে কলম্বিয়া ক্যাম্পাসে ফিলিস্তিনের সমর্থকদের বিক্ষোভ। ছবি-ফাইল ফটো।
গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ ঠেকানোর কঠোর পদক্ষেপ গ্রহণ না করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কস্থ বিশ্বখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটির ৪০০ মিলিয়ন ডলারের মঞ্জুরি বাতিলের ঘোষণা দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউজের উদ্ধৃতি দিয়ে বিচার, স্বাস্থ্য ও মানবসেবা এবং শিক্ষা বিভাগীয় কর্মকর্তারা আরো জানিয়েছেন, ফিলিস্তিনের সমর্থকেরা লাগাতার বিক্ষোভ করেছে ইহুদি তথা ইসরায়েলিদের বিরুদ্ধে। একধারণের তান্ডব চালিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের নির্লিপ্ততার সুযোগে। তবে এর ফলে কোন কোন প্রকল্প থমকে যাবে তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি ভার্সিটি প্রশাসন। ট্রাম্পের শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহন এ প্রসঙ্গে বলেছেন, ফেডারেল মঞ্জুরিপ্রাপ্তদের অবশ্যই সবধরনের বৈষম্যহীন বিধি মেনে চলতে হবে। এটা জেনেও কলম্বিয়া কর্র্তপক্ষ ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তায় ন্যূনতম কোন পদক্ষেপ নেননি। আজকের এই সিদ্ধান্তের মধ্যদিয়ে কলম্বিয়াসহ অন্যসকল ভার্সিটিকে জানাতে চেয়েছি যে, এখোন থেকে কোন ধরনের অপতৎপরতা ভার্সিটি ক্যাম্পাসে বরদাশত করা হবে না।
এরআগে মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প তার টুথ সোস্যাল মিডিয়ায় প্রদত্ত এক পোস্টে উল্লেখ করেছিলেন যে, যে সকল স্কুল অথবা কলেজে বেআইনী প্রতিবাদ-সমাবেশ হবে সে সবের সকল ফেডারেল মঞ্জুরি বাতিলের পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থীদেরকেও বহিষ্কার করা হবে। এমনকি কারাগারে নেয়ার হুমকিও দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। উল্লেখ্য, ট্রাম্পের এই হুমকি আসে কলম্বিয়া ভার্সিটির বার্ণার্ড ক্যাম্পাসে ফিলিস্তিনিদের সমর্থণে অবস্থান ধর্মঘট থেকে ৯ শিক্ষার্থীকে গ্রেফতারের দুদিন পর। কলম্বিয়া ভার্সিটি এলাকার ডেমক্র্যাট কংগ্রেসম্যান জেরাল্ড ন্যাদলার এবং আদ্রিয়ানো ইসপেলেট পৃথকভাবে গণমাধ্যমে বলেছেন, কলম্বিয়া মঞ্জুরি বাতিলের মধ্যদিয়ে ট্রাম্প প্রশাসন আসলে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বিরুদ্ধে তার বৈরি মনোভাবের প্রকাশ ঘটাচ্ছেন।
Posted ৯:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24