
অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ০৮ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৫০ পূর্বাহ্ণ
কম্যুনিটির উন্নয়ন-কল্যাণে একাকার হয়ে পেশাগত দায়িত্ব অব্যাহত রাখার সংকল্পে ৭ মার্চ নিউইয়র্কস্থ ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। জ্যাকসন হাইটসে শানাই পার্টি হলের এ মাহফিলে কম্যুনিটির পেশাজীবী সাংবাদিকগণের সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারিরা।
এবিপিসির ইফতার মাহফিলে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
এ সময় বিশেষ দোয়া-মোনাজাতে নেতৃত্ব দেন মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং মাওলানা ইসমাইল। বিশেষ সম্মানীত অতিথিগণের মধ্যে ছিলেন মূলধারার রাজনীীতক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, ঢাকা জেলা সমিতির প্রেসিডেন্ট দুলাল বেহেদু, রিয়েল এস্টেট ব্যবসায়ী ও সমাজ-সংগঠক নুরুল আজিম, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট অধ্যাপিকা হুসনেআরা, রীনা সাহা, অসীম সাহা, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, নিউইয়র্ক রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান ও সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের প্রেসিডেন্ট শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।
এবিপিসির ইফতার মাহফিলে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে ছিলেন আবুল বাশার চুন্নু, গুলজার হোসেন, মো. শহিদুল ইসলাম, আব্দুস সাদেক, মো. সানাউল্লাহ, হেলাল মজিদ, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, লাবলু আনসার। এবিপিসির সভাপতি রাশেদ আহমেদ এবং সেক্রেটারি শাহ ফারুক রহমানের সমন্বয়ে আগত অতিথিগণকে স্বাগত জানান ভাইস প্রেসিডেন্ট আলিম খান আকাশ, নির্বাহী সদস্য কানু দত্ত, শামীম আল আমিন,অনিক রাজ, নুরুন্নাহার খান নিশা, আলমগীর কবির, অজিৎ ভৌমিক প্রমুখ।
Posted ৯:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24