নিউইয়র্কে ইফতার মাহফিলের হিড়িক

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৯ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৭ পূর্বাহ্ণ

নিউইয়র্কে ইফতার মাহফিলের হিড়িক

নিউইয়র্কে ইফতার মাহফিলের হিড়িক

নিউইয়র্ক অঞ্চলের সকল মসজিদে মুসল্লীগণের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের হিড়িক পড়েছে। এরফলে রোজাদাররা খোশ মেজাজেই আছেন। অনেকেই প্রায় দিনই পরিবার-পরিজন নিয়ে এসব ইফতার মাহফিলে হাজির হচ্ছেন। হরেক রকমের ইফতারির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে দোয়া মাহফিলও।

বাংলাদেশ মুসলিম সেন্টারের ইফতার মাহফিলে বিশেষ মোনাজাতে রোজাদাররা। ছবি-এনওয়াইভয়েস২৪।

মুসলিম সম্প্রদায়ের সাথে গোটা বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হচ্ছে। এমনি আমেজে ৮ মার্চ শনিবার ব্রুকলীনে বাংলাদেশীদের পরিচালিত বৃহত্তম মসজিদ ‘বাংলাদেশ মুসলিম সেন্টার’-এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক এবং ডা. সায়েরা হক দম্পতির উদ্যোগে। পুরুষেরা ছিলেন মসজিদে, আর নারীরা এই দম্পতির বাসায়।

বাংলাদেশ মুসলিম সেন্টারের ইফতার-সামগ্রি তৈরীতে ব্যস্ত আয়োজকরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

আন্তর্জাতিক নারী দিবসের আলোকে ইফতার মাহফিলে প্রবাসের বাঙালি নারীরাও নানা সংকল্প ব্যক্ত করেন। এই মাহফিলে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা রুহুল্লাহ। ইফতার মাহফিলের সামগ্রিক সমন্বয় এবং রোজাদারদের সাদর আপ্যায়ন জানান ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক এবং ডা. সায়েরা হক।

=======

Facebook Comments Box

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us