আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাইনি: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৫ পূর্বাহ্ণ

আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাইনি: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাইনি, দেখতে চাই না।’ তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে হবে।

মঙ্গলবার (১১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এনসিপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছি। নিপীড়ন, গুম, খুন এবং হত্যার শিকার হতে হয়েছে। তবে আজ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা একত্রিত হতে পেরেছি।’

তিনি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন, এ রমজানের ইফতারের মাধ্যমে রাজনৈতিক বিভেদ দূর করতে সক্ষম হবে। তিনি বলেন, ‘আমরা একটি সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি এবং আশা করি, শিগগিরই আমাদের প্রত্যাশিত সংস্কার সম্পন্ন হবে।’

Facebook Comments Box

Posted ৯:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us