
বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৬:৩৮ পূর্বাহ্ণ
স্বল্প ও নিম্ন আয়ের মানুষের জন্যে বিনামূল্যে খাদ্য সামগ্রি বিতরণ এবং পাবলিক স্কুলসমূহে টিফিন ও লাঞ্চ পরিবেশনের একটি ব্যবস্থারও পরিসমাপ্তি ঘটালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট স্টেট সমূহের কর্মকর্তারা গত শুক্রবার পেয়েছেন। এ নির্দেশ বিতরণ করেছে ইউএসডিএ (যুক্তরাষ্ট্র কৃষি প্রশাসন)। এ বাবদ বরাদ্দ ছিল এক বিলিয়ন ডলার। এবং তা দিয়ে নিকটস্থ খামার থেকে পুষ্টিকর খাদ্য-সামগ্রি ক্রয় করা হতো। এ প্রোগ্রামের নাম ছিল ‘লোকাল ফুড ফর স্কুল কোঅপারেটিভ অ্যাগ্রিমেন্ট প্রোগ্রাম’। ইউএসডিএর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, গত অক্টোবরে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনের ঘোষিত এই সম্প্রসারিত প্রোগ্রামটি আর অবশিষ্ট নেই। উল্লেখ্য, করোনা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ায় স্বল্প ও নিম্ন আয়ের আমেরিকানরা নাজুক অবস্থায় পতিত হয়েছেন। এ অবস্থায় তাদেরকে পুষ্টিকর খাদ্য পরিবেশনের বিশেষ এই কর্মসূচি চালু করা হয়েছিল।
কর্মসূচিটির বিলুপ্তি ঘটানোর পরিপ্রেক্ষিতে ম্যাসেচুসেট্্স স্টেটের গভর্ণর মাউরা হ্যালি ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে বলেন, এরফলে আমার স্টেটের পাবলিক স্কুলসমূহ ১২ মিলিয়ন ডলার হারালো এবং পুষ্টিকর খাদ্যের ঘাটতি পুরণের বিদ্যমান কর্মসূচিটি আর চালু রাখা সম্ভব হবে না। গরিব পরিবারের শিক্ষার্থীরা আরো নাজুক অবস্থায় নিপতিত হবে-তা বলার অপেক্ষা রাখে না। ডোনাল্ড ট্রাম্প এবং ইলোন মাস্ক গরিব পরিবারের শিশু-কিশোরেরা যাতে স্বাস্থ্যগতভাবে বেড়ে উঠতে পারে-সেটি সহ্য করতে পারলেন না। এরচেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে। এছাড়া ম্যাসেচুসেট্্স স্টেটের গরিব মানুষের মধ্যে বিনামূল্যে পুষ্টিকর খাবার-সামগ্রি বিতরণের বিদ্যমান কর্মসূচিটিও বাধাগ্রস্ত হবে।
ছবির ক্যাপশন-ফুড ব্যাংক
আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশনের ফুডব্যাংক-টিও বন্ধের ঝুঁকিতে পড়লো, যা চলছিল গত দু’বছর থেকে। ছবি-ফাইল ফটো।
Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24