
অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:০৭ পূর্বাহ্ণ
ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, এই ব্যক্তিরা তাদের অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন, এবং এই পরিস্থিতিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে। এর আগে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা অবরুদ্ধ করেছে।
এছাড়া, আদালত শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনসহ তার পরিবারের অন্যান্য সম্পত্তি ক্রোকের আদেশও দিয়েছেন। এর মধ্যে রয়েছে- ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার ১৬ কাঠা জমির সুধা সদন, গুলশানে টিউলিপ সিদ্দিকের নামে একটি ফ্ল্যাট, শেখ রেহানার নামে গাজীপুরে ১০ শতাংশ জমি, সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট এবং রাদওয়ান মুজিবের নামে গুলশানে ছয়টি ফ্ল্যাট।
দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযোগ উঠেছে যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা তাদের স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করার চেষ্টা করছেন। ফলে এই সমস্ত সম্পত্তি ক্রোক করার আদেশ দেয়া হয়েছে, যাতে তদন্তের সময় তারা কোনোভাবে এসব সম্পত্তির মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করতে না পারেন।
এদিকে, আদালতের এ আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাবগুলো রক্ষিত থাকবে এবং আইনগত অনুসন্ধান চলমান থাকবে।
Posted ৯:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24