
আনিসুর রহমান
প্রিন্ট
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৬:৪৩ পূর্বাহ্ণ
নিউইয়র্ক সিটির কুইন্সে স্প্রিংফিল্ড গার্ডেন মসজিদের সাধারণ সভায় শীঘ্রই সদস্যপদ হালনাগাদ করে নয়া কমিটি গঠনের প্রক্রিয়া অবলম্বনের সিদ্ধান্ত হয়েছে। ৮ মার্চ বাদ যোহর এ সভা মসজিদ ভবনে সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবেদীন। এই মসজিদ পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিগত এক বছরের সদস্য ফি প্রদানকারিরাই সদস্য/ভোটার হিসেবে পরিগণিত হবেন।
সাধারণ সভায় স্প্রিংফিল্ড গার্ডেন মসজিদের কর্মকর্তাবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
সভায় মুসল্লীগণের মধ্যে উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন সৈয়দ ইসা, রুহুল আমিন, মিজানুর রহমান, ফিরোজ পাটোয়ারী, লোকমান হোসেন, আবদুল হক বকুল, আবু সোফিয়ান, তুহিন, ফারুক লস্কর, কামরুল চৌধুরী, মোহাম্মদ তালুকদার, নজরুল ইসলাম, মাহি চৌধুরী, তুহিন চৌধুরী, আনিসুল আবেদীন, শেখ সাইমিন আহমদ, আবদুল বসির, সাংবাদিক আনিসুর রহমান, সাইফুল আলম অপু, আয়নাল হক, আসানাল মজুমদার প্রমুখ।
Posted ৬:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24