আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১২ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান তিনি।

পোস্টে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’

তিনি আরো বলেন, ‘বিশেষ ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সবাইকে, বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকেই আমার সাথে ছিলেন আমার কোচ ও মেন্টর হিসেবে। সবশেষ আমার স্ত্রী ও সন্তানদের অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই, সুখে-দুঃখে আমার শক্তি হয়ে যারা সবসময় আমার পাশে থেকেছেন।’

এছাড়া, মাহমুদউল্লাহ তার পোস্টে বলেন, ‘সবকিছু সবসময় নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু জীবন এগিয়ে নিতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা!’

বিগত কিছু দিন ধরে শোনা যাচ্ছিল যে, মাহমুদউল্লাহ মাঠ থেকে অবসর নিতে যাচ্ছেন, তবে এবার তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিলেন। তিনি আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবং পরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলছিলেন। আজ, ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার সাদা বলের ক্রিকেট থেকেও বিদায় নিলেন।

মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে এবং ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ব্যাট হাতে ২৯১৪ রান ও বল হাতে ৪৩ উইকেট শিকার করেছেন তিনি। ওয়ানডেতে তার রানের সংখ্যা ৫৬৮৯, এবং টি-টোয়েন্টিতে ২৪৪৪ রান ও ৪১ উইকেট রয়েছে।

এটি ছিল বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের অন্যতম সদস্য মাহমুদউল্লাহর বিদায়ের মুহূর্ত। এক সপ্তাহ আগে একইভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। এর আগে মাশরাফি বিন মর্তুজা এবং তামিম ইকবালও অবসর ঘোষণা করেছিলেন। এখন সাকিব আল হাসানই পঞ্চপাণ্ডবদের মধ্যে শেষ ক্রিকেটার, যিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় আছেন।

Facebook Comments Box

Posted ১০:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us