১০ বিলিয়ন ডলারের প্রতারণা: স্ক্যামের আশংকা একেবারেই নেই ‘স্পেকট্রাম’ ফোনে

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১২ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৬ পূর্বাহ্ণ

১০ বিলিয়ন ডলারের প্রতারণা: স্ক্যামের আশংকা একেবারেই নেই ‘স্পেকট্রাম’ ফোনে

টেলিফোন রিসিভ করে কয়েক মিনিট কথা বললেই অপর প্রান্তের দুর্বৃত্তরা আপনার ব্যাংক একাউন্ট সাবাড় করছে। গত বছর এ ধরনের ফোন-প্রতারণার শিকার হয়েছেন কয়েক হাজার প্রবাসীসহ ৫০ হাজারের অধিক আমেরিকান। খোয়া যাওয়া অর্থের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার। এহেন অবস্থায় এখোন পারতপক্ষে অচেনা নম্বরের কল কেউই রিসিভ করতে চান না। আই ফোন অবশ্য অধিকাংশ কল-কেই স্ক্যাম হিসেবে সতর্ক করছে। তবুও সহজ-সরল অনেক প্রবাসী সংঘবদ্ধম দুর্বৃত্ত চক্রের লোভনীয় টোপে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন। আর এমন প্রতারণার অধিকাংশ ঘটনাই ঘটছে ‘লাইকা’ নামক একটি ফোন কোম্পানীর মাধ্যমে। ‘আল্ট্রা’র গ্রহকেরা খুবই কম আক্রান্ত হচ্ছেন। তবে ‘স্পেকট্রাম’ এই দুর্বৃত্তচক্রের ধরাছোয়ার একেবারেই বাইরে। স্পেকট্রামের কর্মকর্তা এস এম জাকারিয়া জানালেন, সস্তার তিন অবস্থা। সস্তায় সেলফোনের সীম ক্রয় করে অনেকে এখোন দিশেহারা। থানা, পুলিশ আর ব্যাংকে প্যারেড করতে হচ্ছে খোয়া যাওয়া অর্থ উদ্ধারের জন্যে। নিউইয়র্ক সিটির কুইন্স ও ব্রুকলীনের ‘মাল্টি-টিন্যান্ট সেলস রিপ্রেজেনটেটিভ’ জাকারিয়া জানালেন, স্পেকট্রামের প্যাকেজ ডিল চলছে। হ্যাক-মুক্ত ফোন সার্ভিসের নিশ্চয়তা দেয়ায় স্পেকট্রাম ইতিমধ্যেই সারা আমেরিকায় ব্যাপক সাড়া ফেলেছে। ৩০ ডলারের ইন্টারনেট প্যাকেজ। ৩ বছর পর্যন্ত এই রেট বহাল। কোন ধরনের চুক্তির প্রয়োজন নেই। একাধিক কানেকশন তথা পারিবারিক প্যাকেজে আরো বেশী ডিসকাউন্ট দিচ্ছে প্রতারকদের ধরাছোয়ার বাইরের এই কোম্পানী। একইসাথে মিলছে টিভি, ডেক্সটপ, ল্যাপটপ, টেকলেট, গ্যামিং সিস্টেম ইত্যাদি।

একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ফোন করেই লোভনীয় টোপ দিচ্ছে। জানানো হচ্ছে যে, আপনার নামে অতো হাজার ডলারের অনুদান রয়েছে। বিস্তারিত তথ্য দিয়ে এক্ষুণি তা আপনার একাউন্টে ট্র্যান্সফার করুন। নইলে সেটি বাজেয়াপ্ত হয়ে যাবে। আবার কাউকে বলা হচ্ছে যে, আইআরএস থেকে আপনার একটি চেক ইস্যু হয়েছে, দ্রুত সংগ্রহ করুন অথবা সরাসরি ব্যাংকের একাউন্টে জমা করতে আমাদের সহায়তা নিন। যাদের ক্রেডিট কার্ডে মোটা দেনা রয়েছে-তাদেরকে বলা হচ্ছে, আপনার যাবতীয় তথ্য দিন আমরা কয়েক মিনিটের মধ্যে ক্রেডিট কার্ডের ঝামেলা দূর করে দিচ্ছি। এমন কথায় যারা মনোযোগী হয়েছেন অর্থাৎ ওদেরকে নিজের নাম, জন্মতারিখ, সোস্যাল সিকিউরিটি নম্বর, ব্যাংকের একাউন্ট নম্বর দিয়েছেন তারাই সর্বশান্ত হয়েছেন। অর্থাৎ ইনিয়েবিনিয়ে দুর্বৃত্তচক্রের সাথে যারা আপন ভোলা হয়ে কথা বলেছেন মিনিটের পর মিনিট, ঐ সময়ের মধ্যেই ব্যাংকের একাউন্ট কিংবা ক্রেডিট কার্ড থেকে ডলার হাতিয়ে নেয়ার কাজ সম্পন্ন হয়েছে। ‘অতি লোভে তাতি নষ্ট’র মত অবস্থা আর কি।

এদিকে জানা গেছে, গতবছর এ ধরনের স্ক্যাম কল এসেছিল ৫৬ বিলিয়ন। এর আগের বছর ছিল ৩৪.৩ বিলিয়ন। প্রতারকদের কলের ওপর গভীর পর্যবেক্ষনে থাকা ‘হুইস্টেলাউট’র মতে করোনা পরবর্তী প্রতি বছর গড়ে ৫৩ বিলিয়ন স্ক্যাম-কল আসছে আমেরিকানদের সেলফোন ও ল্যান্ড ফোনে। এ প্রসঙ্গে ফেডারেল কম্যুনিকেশন্স কমিশনের চেয়ারওম্যান জেসিকা রোজেনওয়ার্সেল সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, প্রতারণামূলক টেলিফোন কল বন্ধ না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

ফেডারেল ট্রেড কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৩ সালে এধরনের প্রতারকেরা ১০ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে। তবে প্রকৃত অর্থে আরো বেশী ডলার হাতিয়ে নিয়েছে দুর্বৃত্ত চক্রটি। কারণ অনেকেই প্রতারিত হবার তথ্য পুলিশ-প্রশাসনকে অবহিত করেন না।

উল্লেখ্য, অধিকাংশ আমেরিকানের ঘুম ভাঙে এহেন প্রতারক-ফোনে, আবার অনেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত একই ধরনের ফোন আসে। অর্থাৎ সকাল-সন্ধ্যা কয়েক ডজন বার প্রতারকদের ফোন আসায় অনেক সময় গুরুত্বপূর্ণ অথবা অতি প্রয়োজনীয় কল রিসিভ করতেও দ্বিধায় থাকেন আমেরিকারনা। অনেক সময় পুলিশ কিংবা বিচার বিভাগ অথবা আইআরএস’র নাম উঠে সেলফোনে। অর্থাৎ প্রতারকরা এতটাই দক্ষ থেকে সহজ-সরল আমেরিকানরা বুঝে উঠতে পারেন না কোনটি সত্য আর কোনটি বদমায়েশদের। পুলিশের পক্ষ থেকে বহুবার এ ব্যাপারে সর্বসাধারণকে সতর্ক করা হয়েছে। তবুও অনেকে লোভে পড়েন এবং অবশেষে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। এমনি একটি অবস্থায় স্পেকট্রামের সার্ভিস ইতিমধ্যেই অনেকের দৃষ্টি কেড়েছে বলে জানা গেছে। প্রবাসীদের প্রতি এস এম জাকারিয়া (৯২৯-২১৮-৯৮২৩) আহবান জানিয়েছেন স্ক্যামারের আতংক থেকে স্থায়ীভাবে পরিত্রাণে স্পেকট্রামের কানেকশন নিতে। অর্থের সাশ্রয়ের পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাসা, অফিস, সর্বত্র স্পেকট্রাম অনন্য অবলম্বনে পরিণত হবে বলে তিনি দাবি করেন।

 

 

Facebook Comments Box

Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us