মোহনীয় লুকে নজর কাড়লেন জয়া

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৯ পূর্বাহ্ণ

মোহনীয় লুকে নজর কাড়লেন জয়া

ছবি সংগৃহীত

কাজের পাশাপাশি পোশাক-আশাকেও বেশ সৌখিন জয়া আহসান। ফ্যাশন সচেতনও বলা যায় তাকে। শুধু নিজের অভিনয় দিয়ে নয়, নজরকাড়া পোশাকে আকষর্ণীয় লুকেও ভক্তদের দৃষ্টি কাড়েন এই অভিনেত্রী।

সামাজিক যোগযোগমাধ্যমে প্রায়ই নিজের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন জয়া। সেই ধারাবাহিকতায় এবার হঠাৎই গোলাপি আভায় নতুন এক লুকে ধরা দিয়েছেন জয়া। রূপের দ্যুতি ছড়ানো সে ছবি প্রশংসা কুড়াচ্ছে ভক্ত ও নেটিজেনদের।

বুধবার (১২ মার্চ) জয়া আহসান তার ফেসবুক পেজে একটি রিলস প্রকাশ করেন। ওই ভিডিওতে জয়ার নতুন লুক দেখে অবাক বনে যান ভক্তরা। গোলাপি আভার শাড়িতে একেবারে অষ্টাদশী মনে হচ্ছিল অভিনেত্রীকে। তার নতুন হেয়ার কাট ও স্টাইলও মনে ধরেছে নেটিজেনদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের নতুন নতুন লুক প্রকাশ করে ভক্তদের প্রশংসা কুড়ান জয়া। তবে আগের লুকগুলোর চেয়ে এবারের লুক বেশি নজড় কাড়ে নেটিজেনদের।

এদিকে, এ পর্যন্ত ফিল্মফেয়ারে চারবার পুরস্কৃত হয়েছেন জয়া। এবার তার সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। এবারের আসরে ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ের জন্য জয়া মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।

অন্যদিকে, এবার ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’। আগামী ২৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাওয়ার কথা রয়েছে নতুন এ ওয়েব সিরিজটির।

Facebook Comments Box

Posted ৯:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us