নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৬ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:২৬ পূর্বাহ্ণ
সমসাময়িক পরিস্থিতিতে অভিবাসীগণের সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে যত্নবান থাকার অঙ্গিকার করলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলীওম্যান আলিসা হাইডম্যান, সিটি পাবলিক এডভোকেট জুমানি উইলিয়ামস। নিউইয়র্ক থেকে ডেমক্র্যাটিক পার্টির টিকিটে বিজয়ী এসব জনপ্রতিনিধিরা অভিবাসন বিরোধী নানা পদক্ষেপের জন্যে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলেন, আমরা যারা কঠোর শ্রমে আমেরিকান গড়ছি, তারা সকলেই আমেরিকান। আমাদেরকে বিভক্ত করার চেষ্টার পরিণতি ভালো হবে না। আর এমন সংকল্প ব্যক্ত করা হয় ১৫ মার্চ ‘জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র ২২তম বার্ষিক ইফতার মাহফিলে। কুইন্স বুলেভার্ডে ‘আগ্রা প্যালেস’ রেস্টুরেন্টের পার্টি হলে বিপুলসংখ্যক মুসল্লীর উপস্থিতিতে এ ইফতার মাহফিলে কম্যুনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারিগণের সমাগম ঘটেছিল।

অতিথিগণের সাথে জেবিএফএস’র কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪।
শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্ক অঞ্চলের সবচেয়ে বড় সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি আতাউর রহমান সেলিম, আবাসন ব্যবসায়ী নুরুল আজিম এবং ওসমান গণি, ব্যাংকার আকিব হোসেন, মূলধারার রাজনীতিক মুজিবুর রহমান, আহসান হাবিব, রাব্বি সেয়দ প্রমুখ।

অতিথিগণের সাথে জেবিএফএস’র কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪।
‘জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদের সমন্বয়ে স্বাগত বক্তব্য দেন সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। তিনি সকলকে শুভেচ্ছা জানান বিপুল সাড়া দেয়ার জন্যে। সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিসবাহউজ্জামান এ সময় দিপ্ত প্রত্যয়ে উচ্চারণ করেন যে, গত ২১ বছরের মত এবারও ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষের অকুন্ঠ সমর্থনের মধ্যদিয়ে জ্যামাইকাবাসীর ঐক্য আবারো দৃশ্যমান হলো। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় আরো অংশ নেন সংগঠনের কর্মকর্তা ডা. ওয়াজেদ খান, লিটন আহমেদ, বিলাল চৌধুরী, সাইফুল ইসলাম, আপন ইমাম, এনায়েত মন্ডল, ইসমাইল হোসেন স্বপন।

জেবিএফএস’র ইফতার মাহফিল। ছবি-এনওয়াইভয়েস২৪।
১৮ আইটেমের ইফতারের অন্যতম ছিল মক্কা থেকে আনা জমজমের পানি। ছিল পান-সুপারিও। ফলে ইফতার শেষে ঘরে ফেরার সময় কেউই অতৃপ্ত থাকেননি। মাহফিলে জানানো হয় যে, সংগঠনের ২৫ বছর পূর্তি উৎসব হবে এবারই। সেখানেও সকলের আন্তরিক উপস্থিতি কামনা করেন ফখরুল ইসলাম দেলোয়ার।
Posted ৯:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24