​​​​​​​ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে তিনটি বার্তা দিলো

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৬ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৫ পূর্বাহ্ণ

​​​​​​​ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে তিনটি বার্তা দিলো

ফাইল ছবি

গণতান্ত্রিকভাবে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) তিনটি বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রবিবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানান, ‘বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনে গণতান্ত্রিক নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কী ধরনের প্রস্তুতি নিচ্ছে, তা জানতে এসেছি আমরা। নির্বাচন কমিশন কী কাজ করছে, তা সংক্ষিপ্তভাবে জানতে পেরেছি।’

মিলার বলেন, তিনি নির্বাচন কমিশনকে তিনটি মূল বার্তা দিয়েছেন। প্রথমত, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং তারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে বাংলাদেশের পাশে রয়েছে।

দ্বিতীয়ত, তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে তার অংশীদারিত্বকে সকল দিক থেকে আরও শক্তিশালী করতে চায় এবং আমরা এখানে অন্তর্বর্তী সরকারের প্রয়াসকে সমর্থন করতে এসেছি, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে পারে।’

তৃতীয় বার্তাটি জানাতে গিয়ে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনায় সহায়তা করবে। আমরা একটি সুনির্দিষ্ট আর্থিক প্যাকেজের পাশাপাশি আমাদের অভিজ্ঞতা এবং দক্ষতা প্রদানের মাধ্যমে সহায়তা করব। এছাড়া, বাংলাদেশের কর্তৃপক্ষ চাইলে আমরা নির্বাচন পর্যবেক্ষকও পাঠাবো।’

এছাড়া, ইইউ রাষ্ট্রদূত জানান যে, নির্বাচনের সুষ্ঠু ও অবাধ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য তারা নির্বাচন কমিশনকে তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করবে।

Facebook Comments Box

Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us