ট্রাম্পের আচরণে ক্ষুব্ধ ফ্রাঞ্চ ফেরৎ চাচ্ছে ‘স্ট্যাচু অব লিবার্টি’

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১৭ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:২৩ পূর্বাহ্ণ

ট্রাম্পের আচরণে ক্ষুব্ধ ফ্রাঞ্চ ফেরৎ চাচ্ছে ‘স্ট্যাচু অব লিবার্টি’

নিউইয়র্কে বিশ্বখ্যাত ‘স্ট্যাচু অব লিবার্টি’। ছবি-সংগ্রহ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা ধরনের স্বৈরাচারি আচরণে ক্ষুব্ধ ফ্রাঞ্চ ফেরৎ চাইছে নিউইয়র্কে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্বাধীনতা ও মুক্ত-জীবনের প্রতিকৃতি ‘ স্ট্যাচু অব লিবার্টি’। ১৪০ বছর আগে ফ্রাঞ্চ এটি যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিলো। ফ্রাঞ্চের সমাজতন্ত্রী এমপি রাফায়েল গুরূক্সম্যান মনে করছেন, ট্রাম্পের আচরণকে আর সহ্য করা যায় না। বন্ধু হিসেবেও তাকে আর ভাবতে চাই না। তাই বন্ধুত্বের স্মারকটি এখন ফেরৎ চাওয়ার সময় হয়েছে।

দলীয় এক সমাবেশে দুদিন আগে ফ্রাঞ্চের এই এমপি বলেছেন, যে সব বিজ্ঞানী-গবেষক স্বাধীন মত প্রকাশ করছেন, বিশ্ব মানবতার কল্যাণে নিজের মেধার বিনিয়োগ ঘটাচ্ছেন, তাদের বরখাস্ত করা হচ্ছে ঢালাওভাবে। এটা অসহনীয়। তাই আমাদের ‘স্ট্যাচু অব লিবার্টি’ও ফেরৎ চাইতে হবে। অমন স্বৈরাচারি আচরণে লিপ্ত প্রেসিডেন্টের দেশে সেটি আর মানায় না বলেও মন্তব্য ঐ এমপির। ইউক্রেনে সহায়তা স্থগিতের সংবাদে ক্ষুব্ধ ফাঞ্চবাসীর সাথে তাল মিলিয়ে সমাজতন্ত্রী এমপি রাফায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যদিও ইউক্রেনে মার্কিন সহায়তা পুনরায় চালু করা হয়েছে। এই এমপি ফ্রাঞ্চ সরকারকে আরো পরামর্শ দিয়েছেন যে, ট্রাম্পের নির্বিচার বরখাস্তের ভিকটিমদের ফ্রাঞ্চে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়ে প্রকারান্তরে ফ্রাঞ্চ লাভবানই হবে।

Facebook Comments Box

Posted ৮:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us