অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ১৭ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:৩৫ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলার উদ্দেশ্যে দেশে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত এবং তার আগমনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা। ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন হামজা রোববার দিনগত রাত ২টায়।
বিকাল ১২টার কিছু আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে জানানো হয় যে, হামজা তার পরিবারের সদস্যদের সঙ্গে সিলেট পৌঁছেছেন। হামজার সঙ্গে তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও এসেছেন।
সিলেট বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাহুবলে তার বাবার গ্রামের বাড়িতে যাবেন হামজা। সেখানে এক রাত কাটাবেন তিনি। হামজাকে বরণ করতে বাহুবলের স্নানঘাট গ্রাম পুরো সেজে উঠেছে। তার বাড়ির ৪-৫ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে ৫০০টিরও বেশি আলংকারিক তোরণ, আর সজ্জিত করা হয়েছে আলোকসজ্জায়।
হামজাকে বরণ করতে হবিগঞ্জের স্নানঘাটে চলছে উৎসবের আমেজ। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ভারত ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজার। এই ম্যাচের আগে ঢাকায় একদিন জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি।
Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24