চিটাগাং এসোসিয়শনের ইফতার এবং দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৩ পূর্বাহ্ণ

চিটাগাং এসোসিয়শনের ইফতার এবং দোয়া মাহফিল

চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র রমজান উপলক্ষে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত১৬ মার্চ । নিউইয়র্ক সিটির ব্রুকলীনে চার্চ-ম্যাকডোনাল্ডস্থ এলাকার অন্যতম ল্যান্ডমার্ক “চট্টগ্রাম ভবন”এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুলসংখ্যক চট্টগ্রামবাসীর উপস্থিতিতে এই মাহফিলে সমাজের সর্বস্তরের মানুষকে ইফতারে আপ্যায়িত করা হয়। মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি অনুষ্ঠানটিকে ভিন্নমাত্রা দিয়েছিলো। শিশু-কিশোরদের কলকাকলীতে মুখর ছিলো চট্টগ্রাম ভবন।
ইফতারের আগে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়। পবিত্র রমজানের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সকলের দৈনন্দিন জীবনযাপনে এর প্রতিফলন ঘটানোর জন্য সকলে দোয়া করেন।

চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত ইফতার-পূর্ব দোয়া-মাহফিলে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।

অনুষ্ঠানটি সর্বোতভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইফতার উপ-কমিটির আহব্বায়ক মোহাম্মদ নুরল আমিন, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আরিফ চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ জাবের শফি।

চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত ইফতার-পূর্ব দোয়া-মাহফিলে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।

সভায় সমিতির সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সাবেক সদস্য কামাল হোসেন মিঠু। তিনি তাঁর বক্তব্যে চট্টগ্রাম সমিতির বিরুদ্ধে যে বা যারা ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান। কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মিঠু। সেই সাথে বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আসন্ন দিনগুলোতে চট্টগ্রামবাসীর জন্য সেবামূলক এবং বিনোদনের জন্য ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করেন।
সভায় বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ এবং কাজী শাখাওয়াত হোসেন আজম, ট্রাস্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সদস্য সামশুল আলম চৌধুরী, আজীবন সদস্য সরোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুনীর আহমেদ, মোহাম্মদ সেলিম, মোরশেদ রিজভী চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশ্রাব আলী খান লিটন, মতিউর চৌধুরী, সাবেক সহ-সভাপতি এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী লিটন, সাবেক কোষাধ্যক্ষ দিদারুল আলম, মিরশ্বরাই সমিতির মেজবাহউদ্দীন, কাওসার চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার ফজলুল কাদের চৌধুরী, ওসমান গনি চৌধুরী, তানিম মহসীন, নওশাদ কামাল, বিশিষ্ট ব্যবসায়ী মজিবর রহমান, মোহাম্মদ হারুন, এডভোকেট আবদুল হামিদ প্রমুখ।

সমিতির সভাপতি মোহাম্মাদ আবু তাহের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ৯:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us